- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- চ্যাটের মধ্যেই দেখা যাবে স্ট্যাটাস, নতুন...
চ্যাটের মধ্যেই দেখা যাবে স্ট্যাটাস, নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp
ব্যবহারকারীদের সুবিধার্থে WhatsApp প্রায়শই কোনো না কোনো নতুন ফিচারের সাথে হাজির হয়ে যায়। যেমন হালফিলে মেটা মালিকাধীন এই...ব্যবহারকারীদের সুবিধার্থে WhatsApp প্রায়শই কোনো না কোনো নতুন ফিচারের সাথে হাজির হয়ে যায়। যেমন হালফিলে মেটা মালিকাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন ভয়েস চ্যাট এবং সিক্রেট কোড ফিচারের ঘোষণা করেছে। তবে পর পর দুটি নয়া ফিচার চালু করার পরও ক্ষান্ত হয়নি WhatsApp। এখন জানা যাচ্ছে উক্ত মেসেজিং অ্যাপটি, সরাসরি কনভার্সেশন স্ক্রিন থেকেই স্ট্যাটাস আপডেট দেখার সুবিধা দিতে কাজ করেছে।
হোয়াটসঅ্যাপের ফিচার ডেভেলপমেন্ট ট্র্যাকার সাইট WABetaInfo -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, মেটা মালিকাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি সম্প্রতি এমন একটি ফিচার চালু করছে যা ব্যবহারকারীদের সরাসরি কনভার্সেশন উইন্ডো থেকেই স্ট্যাটাস আপডেট দেখার অনুমতি দেবে। সদ্য প্রকাশ্যে আসা একটি স্ক্রিনশটে দেখা গেছে যে, ডিভাইসের কন্টাক্টসে থাকা অন্যান্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেট করলে এবং তাদের চ্যাট উইন্ডো খোলা হলে, স্ক্রিনের উপরে অ্যাপ বারে থাকা প্রোফাইল ফটোর চারিপাশে স্ট্যাটাস রিং চলে আসবে। এক্ষেত্রে সবুজ রঙের এই রিং নতুন স্ট্যাটাস আপলোড করার জানান দেবে।
হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার আমাদের ইনস্টাগ্রাম স্টোরিজ -এর কথা মনে করিয়ে দিচ্ছে। ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা চ্যাট ট্যাব বা স্ক্রিনের মধ্যেই অন্যের আপলোড করা স্ট্যাটাস দেখতে পারেন।
উপলব্ধতার কথা বলল, WhatsApp এর এই বৈশিষ্ট্য বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ। প্রয়োজনীয় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফিচারটি আপামর জনগণের জন্য আনুষ্ঠানিকভাবে রোলআউট করা হবে।