খারাপ খবর: আগামী মাস থেকে এই স্মার্টফোনগুলিতে কাজ করবে না WhatsApp

দিনের হাজারো ব্যস্ততার মাঝে খানিকক্ষণ আড্ডা কিংবা পছন্দের মানুষের সাথে ডিজিটালি যোগাযোগ রাখার জন্য বর্তমানে গোটা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হল WhatsApp (হোয়াটসঅ্যাপ)। যত দিন…

দিনের হাজারো ব্যস্ততার মাঝে খানিকক্ষণ আড্ডা কিংবা পছন্দের মানুষের সাথে ডিজিটালি যোগাযোগ রাখার জন্য বর্তমানে গোটা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হল WhatsApp (হোয়াটসঅ্যাপ)। যত দিন যাচ্ছে, Meta (মেটা) মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা ততই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন হঠাৎ করেই যদি শোনা যায় যে আর কয়েকদিন পর থেকে এই অ্যাপ ব্যবহার করা যাবে না, তাহলে নিশ্চয়ই ইউজারদের মাথায় হাত পড়বে! সেক্ষেত্রে শুনতে অস্বস্তিকর হলেও, আমাদের আজকের এই প্রতিবেদনে বেশ কিছু WhatsApp ব্যবহারকারীদের জন্য রয়েছে এমনই একটি দুঃসংবাদ! আসলে সংস্থাটি সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী অক্টোবর থেকে কয়েকটি পুরোনো iPhone (আইফোন) মডেলে আর এই অ্যাপটি ব্যবহার করা যাবে না। Apple (অ্যাপল)-এর একটি রিসেন্ট সাপোর্ট আপডেটেও একথা বলা হয়েছে। কিন্তু কোন কোন iPhone রয়েছে এই তালিকায়? আসুন জেনে নিই।

iOS 10 এবং iOS 11 দ্বারা চালিত ফোনে আর সাপোর্ট করবে না WhatsApp

হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানিয়েছে যে, আগামী ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ (iOS 10) এবং আইওএস ১১ (iOS 11) দ্বারা চালিত ডিভাইসগুলিতে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই আইওএস ১০ ও আইওএস ১১ ভার্সন দ্বারা চালিত আইফোন ব্যবহারকারীদের এ বিষয়ে সতর্ক করতে শুরু করেছে – এমনটাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এক্ষেত্রে মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপটি ব্যবহারকারীদের একটি নোটিশ পাঠিয়েছে যাতে বলা রয়েছে যে, অ্যাপটি খুব শীঘ্রই তাদের ডিভাইসগুলিতে আর কাজ করবে না।

তাহলে এখন প্রশ্ন হল, উক্ত ভার্সন দ্বারা চালিত আইফোন ব্যবহারকারীদের এখন কী করণীয়? সেক্ষেত্রে বলি, ইউজারদের এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা চালিয়ে যেতে হলে তাদের আইফোনগুলিকে আপডেট করতে হবে। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই তাদের হেল্প সেন্টার পেজে জানিয়েছে যে, পুরোনো আইফোন মালিকদের এই অ্যাপের ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আইওএস ১২ (iOS 12) বা তার পরবর্তী ভার্সনের প্রয়োজন পড়বে। প্রসঙ্গত জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের ফোনে অ্যান্ড্রয়েড ৪.১ (Android 4.1) বা তার পরবর্তী ভার্সন থাকা বাধ্যতামূলক। যাইহোক এখন যদি আপনাদের মনে প্রশ্ন আসে যে কীভাবে এই আপডেটটি করতে হবে, তাহলে চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক।

লেটেস্ট iOS ভার্সনে iPhone আপডেট করার উপায়

আইওএস ১০ এবং আইওএস ১১ হল মেয়াদোত্তীর্ণ অপারেটিং সিস্টেম। ফলে যারা এই ওএস দ্বারা চালিত ডিভাইস ব্যবহার করছেন, তাদের ফোনে নিশ্চয়ই ইতিমধ্যেই একটি নতুন সফ্টওয়্যার আপডেট এসে গিয়েছে। সেক্ষেত্রে যারা এখনও নতুন ভার্সনে নিজেদের ফোন আপডেট করেননি, তাদের অবিলম্বে তা করে নেওয়া একান্ত আবশ্যক। সফ্টওয়্যার আপডেট করার জন্য ইউজারদেরকে প্রথমে ‘সেটিংস’ (Settings) অ্যাপের তারপর ‘জেনারেল’ (General)-এ যেতে হবে। তারপরে লেটেস্ট ভার্সনে নিজেদের ডিভাইসকে আপডেট করার জন্য ‘সফ্টওয়্যার আপডেট’ (Software Update)-এ ট্যাপ করতে হবে।

এক্ষেত্রে বলে রাখি, iOS 10 এবং iOS 11 সফ্টওয়্যার দ্বারা চালিত ফোন এই মুহূর্তে খুব বেশি নেই। শুধুমাত্র দুটি iPhone মডেলই এই তালিকার অন্তর্ভুক্ত এবং সেগুলি হল – iPhone 5 (আইফোন ৫) ও iPhone 5c (আইফোন ৫সি)। ফলে WhatsApp-এর এই সম্প্রতিক ঘোষণা যে খুব বেশি ব্যবহারকারীদেরকে প্রভাবিত করবে না, সেকথা বলাই বাহুল্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, সফ্টওয়্যার আপডেট করলে যে শুধু আপনার পুরোনো iPhone-এ WhatsApp ব্যবহার করা যাবে তাই নয়, লেটেস্ট আপডেট সবসময়ই উন্নত সিকিউরিটি প্যাচসহ আরও অনেক অত্যাধুনিক ফিচার নিয়ে আসে। ফলে যেকোনো অজানা বিপদের হাত থেকে (সাইবার অ্যাটাক) নিরাপদ এবং সুরক্ষিত করার পাশাপাশি আপনার ফোনের আয়ুষ্কালও বেশ খানিকটা বাড়াতে সহায়তা করবে লেটেস্ট সফ্টওয়্যার আপডেট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন