ভিডিয়ো-ভয়েস কল হবে আরও মজাদার, ৪টি নতুন ফিচার আনছে WhatsApp

মোবাইল ইউজারদের পাশাপাশি ডেস্কটপ ইউজারদের জন্যও নতুন ফিচার আনছে WhatsApp। এবার ভয়েস ও ভিডিয়ো কল হবে আরও মজাদার।

Suvrodeep Chakraborty 13 Dec 2024 1:20 PM IST

একগুচ্ছ নতুন ফিচার আনছে WhatsApp। মেসেজিং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দিতে চলেছে মেটা। বিশেষ করে ভয়েস ও ভিডিয়ো কলের ক্ষেত্রে নয়া সুবিধা আসছে। মোবাইল ইউজারদের পাশাপাশি এই সুবিধা পাবেন ডেস্কটপ ইউজাররাও। সাধারণ এবং বিজনেস অ্যাকাউন্টধারীদের জন্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা আরও সহজ হবে।

কোম্পানির দাবি, হোয়াটসঅ্যাপে কলিংয়ের জনপ্রিয়তা সারা বিশ্বে বৃদ্ধি পাচ্ছে। এখন হোয়াটসঅ্যাপে প্রতিদিন ২০০ কোটি কল করা হয়। এই ট্রেন্ড মাথায় রেখে ভিডিয়ো ও ভয়েস কল সেকশনে নতুন ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে মেটা।

WhatsApp - এ আসছে নতুন ফিচার্স

১. এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে অংশগ্রহণকারীদের নির্বাচন করা যাবে। যখন একটি গ্রুপ চ্যাট থেকে কল শুরু করবেন, আপনি নির্দিষ্ট অংশগ্রহণকারীদের নির্বাচন করতে পারবেন। যাতে বাকি ইউজারদের এলার্ট না করে, আপনি যাকে কল করতে চান তাঁকে নির্বাচন করতে পারেন৷

২. হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলের জন্য নতুন এফেক্ট। ভিডিয়ো কল আরও মজাদার করে তুলতে ১০টি এফেক্ট আনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভিডিয়ো কলে আপনি কুকুরের কান যুক্ত করা, জলের নীচে ভাসা যাবে এবং ক্যারিওকে। এই এফেক্টগুলি যোগ করে ভিডিয়ো কল করা যাবে এবার।

৩. হোয়াটসঅ্যাপ ডেস্কটপে কলিং উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে মেটা। এবার ডেস্কটপে অ্যাপে কল ট্যাবে ক্লিক করেই কল শুরু করতে পারবেন। কল লিঙ্ক তৈরি করা থেকে, সরাসরি একটি নম্বর ডায়াল করার জন্য প্রয়োজনীয় সবকিছু সহজেই খুঁজে পাবেন ওই ট্যাবে।

৪. ভিডিয়ো কলের কোয়ালিটি বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ। ডেস্কটপ বা মোবাইল, যেখান থেকেই কল করুন না কেন, কলগুলি এখন আরও নির্ভরযোগ্য এবং উন্নত পরিষ্কার কোয়ালিটির হবে। এই ফিচারটি পাওয়া যাবে 1:1 ভিডিয়ো কলের ক্ষেত্রে।

Show Full Article
Next Story