iPhone এর মতো ফিচার নিয়ে আসছে WhatsApp, বিনা ইন্টারনেটে শেয়ার করা যাবে ফাইল

হোয়াটসঅ্যাপ অ্যাপল এয়ার ড্রপের মতো একটি নতুন ফিচার নিয়ে আসছে, যার সাহায্যে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ইন্টারনেটের সাহায্য ছাড়াই ফাইল ট্রান্সফার করতে সক্ষম হবেন। এই ফিচারের নাম রাখা হবে নিয়ারবাই শেয়ার।

ANKITA 24 July 2024 12:56 PM IST

অ্যাপল আইফোনে এয়ারড্রপ ফিচার থাকে, যার সাহায্যে ইন্টারনেট ছাড়াই দুটি অ্যাপল ডিভাইসের মধ্যে বড় ফাইল পাঠানো যায়। আর এয়ারড্রপের মাধ্যমে খুব দ্রুত গতিতে ফাইল পাঠানো যায়। বাজারে ব্লুটুথের মতো আরও অনেক ফিচার থাকলেও এগুলির গতি কম। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপও অ্যাপল এয়ার ড্রপের মতো একটি নতুন ফিচার নিয়ে আসছে, যার সাহায্যে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ইন্টারনেটের সাহায্য ছাড়াই ফাইল ট্রান্সফার করতে সক্ষম হবেন। এই ফিচারের নাম রাখা হবে নিয়ারবাই শেয়ার। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এর পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে।

ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

হোয়াটসঅ্যাপের নিয়ারবাই শেয়ার ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট হবে। এতে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তবে আইওএস ডিভাইসে সীমাবদ্ধতার কারণে ফাইল স্থানান্তরের জন্য একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা আপডেটে এই ফিচারকে দেখা গিয়েছে। বর্তমানে, এই বৈশিষ্ট্যটি ইন্টারনাল টেস্টের জন্য উপলব্ধ।

কী লাভ হবে?

বর্তমানে হোয়াটসঅ্যাপ থেকে ফাইল ট্রান্সফার করতে ইন্টারনেটের প্রয়োজন হয়। তবে নয়া ফাইল ট্রান্সফার ফিচার অনেকটাই স্বস্তি দেবে ব্যবহারকারীদের। বিশেষত যারা নেটওয়ার্ক কভারেজ সমস্যায় ভোগেন তারা এই ফিচারের মাধ্যমে উপকৃত হবেন।

হোয়াটসঅ্যাপে আসছে এই ফিচারগুলি

হোয়াটসঅ্যাপ আরেকটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর প্রোফাইল তৈরি করতে হবে না। সহজ কথায়, চ্যাটিং, ভয়েস কল এবং ভিডিও কলের জন্য আপনাকে আর প্রোফাইলের মোবাইল নম্বর শেয়ার করতে হবে না।

Show Full Article
Next Story