আপনার পছন্দের ভাষায় চ্যাট অনুবাদ করে দেবে WhatsApp, আসছে নয়া ফিচার

শীঘ্রই WhatsApp- এ আসছে নতুন ফিচার। যেখানে আপনি আপনার পছন্দের ভাষায় চ্যাট অনুবাদ করতে পারবেন। অনুবাদ করার জন্য অন্য কোথাও যেতে হবে না, দাবি কোম্পানির।

Suvrodeep Chakraborty 12 Dec 2024 6:56 PM IST

ইংরেজি হোক বা অন্য কোনও ভাষা, তার সঠিক অর্থ বোঝার জন্য অনেকেই ট্রান্সলেট অ্যাপ ব্যবহার করে থাকেন। এবার এই সুবিধা যোগ হতে চলেছে WhatsApp- এ। বর্তমানে, ভারতে সবথেকে বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সেখানেই এবার চ্যাটগুলি ইউজার তার পছন্দের ভাষায় অনুবাদ করতে পারবেন। সম্প্রতি এই ফিচারটির পরীক্ষা শুরু করেছে মেটা।

WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ভাষায় কথোপকথন উন্নত করতে এই বৈশিষ্ট্যটি আনতে চলেছে। এটি বর্তমানে Android এর 2.24.26.9 সংস্করণে পরীক্ষা করছে মেটা। এটি একটি বিটা সংস্করণ। ফিচারটি ইউজারদের গোপনীয়তা বা নিরাপত্তার সাথে আপোস না করে, নির্বিঘ্নে একাধিক ভাষায় অনুবাদ করার জন্য ডিজাইন করা হয়েছে।

বৈশিষ্ট্যটি কীভাবে কাজ করে তার বিশদ বিবরণ দিয়ে, WABetaInfo জানিয়েছে যে, অনুবাদ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ইউজারের ডিভাইসেই হবে। হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনের প্রতিশ্রুতি মেনে চলবে এটি। পাশাপাশি, ক্লাউড সার্ভারে ডেটা পাঠানোর প্রথাগত অনুবাদ টুলের বিপরীতে, এই বৈশিষ্ট্যটি পূর্ব-ডাউনলোড করা ভাষা প্যাকগুলি ব্যবহার করবে। যাতে তৃতীয় পক্ষের পরিষেবা বা এমনকী হোয়াটসঅ্যাপ সার্ভারগুলির সাথে কোনও ডেটা ভাগ করা না হয়, তা নিশ্চিত হতে পারে।

বর্তমানে, বৈশিষ্ট্যটি পরীক্ষাধীন রয়েছে। একবার উপলব্ধ হলে, ইউজারদের অফলাইন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ভাষা প্যাক ডাউনলোড করার অপশন থাকবে। ইনস্টল হয়ে গেলে, ইউজাররা স্থানীয়ভাবে অনুবাদগুলি সক্ষম করতে পারবেন। এমনকী, সক্রিয় ইন্টারনেট সংযোগ ছাড়াই৷ দাবি করা হয়েছে, অফলাইন অনুবাদের এই পদ্ধতি ইউজারদের আরও গোপনীয়তা প্রদান করবে এবং যে কোনও সময়, যে কোনও জায়গায় অনুবাদ করা যাবে।

Show Full Article
Next Story