WhatsApp ও Telegram ব্যবহারকারীরা সতর্ক হোন, ৪২ লক্ষ টাকা হারালেন ইঞ্জিনিয়ার

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন, আর ইউজারদের এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে সংস্থাটিও প্রায়শই কোনো না...
Anwesha Nandi 16 May 2023 1:37 PM IST

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন, আর ইউজারদের এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে সংস্থাটিও প্রায়শই কোনো না কোনো নতুন ফিচার নিয়ে আসে। কিন্তু সাধারণ মানুষ এবং WhatsApp-এর মধ্যেকার এই পারস্পরিক বন্ধনকে কাজে লাগিয়ে ইদানীং মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যাপকভাবে আর্থিক কেলেঙ্কারি জাতীয় স্প্যামের জন্য ব্যবহার করা হচ্ছে, তা মেসেজ হোক বা কলের মাধ্যমেই হোক। এই বিষয়ে ইউজারদের বারংবার সাবধানও করা হচ্ছে, কিন্তু তাতেও সমস্যা এড়ানো যাচ্ছে না; প্রায়ই একটা-আধটা WhatsApp স্ক্যামের কথা আমাদের সামনে আসছে। যেমন, সম্প্রতি গুরগাঁওয়ের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার এমনই জালিয়াতির শিকার হয়ে ৪২ লক্ষ টাকা হারিয়েছেন বলে জানা গিয়েছে। তাই চোখ-কান খোলা রাখা একান্ত প্রয়োজন!

প্রযুক্তি-ইন্টারনেটের জালে পরে লাখ লাখ টাকা খোয়ালেন ইঞ্জিনিয়ার

ঘটনাটি একেবারে হালফিলের নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুরুগ্রাম-ভিত্তিক আইটি কোম্পানিতে কর্মরত এক ইঞ্জিনিয়ার গত ২৪শে মার্চ তারিখে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান, যেখানে তাকে সহজে মোটা টাকা উপার্জনের কথা বলা হয়। এর প্রেক্ষিতে ওই ব্যক্তিকে ইউটিউব (YouTube) ভিডিও লাইক করতে নির্দেশ দেওয়া হয়, আর নির্দিষ্ট ভিডিও লাইক করা মাত্রই দিব্যা নামে এক মহিলা তাকে একটি টেলিগ্রাম (Telegram) গ্রুপে যোগ দিতে বলে এবং স্কিমের নামে বিনিয়োগ করার জন্য প্রলুব্ধ করে। এর বিনিময়ে ওই ইঞ্জিনিয়ারকে ৬৯ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে প্রলোভনে পা দিয়ে তিনি নিজের এবং স্ত্রীর অ্যাকাউন্ট থেকে মোট ৪২,৩১,৬০০ টাকা ট্রান্সফার করে বসেন।

কিন্তু এরপরেও তিনি তার 'প্রাপ্য' টাকা পাননি, বদলে তাকে আরও ১১,০০০ টাকা পাঠাতে বলা হয়ে, এতে করেই তাঁর মনে সন্দেহের উদ্রেক হয়। গোটা ঘটনাটি বোঝার পর তিনি পুলিশে এফআইআর (FIR) দায়ের করেন।

WhatsApp, Telegram-এর এই মেসেজগুলি থেকে সতর্ক থাকুন

সরকার এবং আমরা বারবারই হোয়াটসঅ্যাপ স্ক্যামগুলি সম্পর্কে আপনাদের সচেতন করে আসছি। কিন্তু তার সত্ত্বেও এই ধরণের ঘটনা বেড়েই চলেছে। অতএব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার সময় চোখ-কান খোলা রাখুন। কোনো পুরষ্কার বা টাকা উপার্জনের প্রলোভনে পা দেবেননা।

Show Full Article
Next Story