বিনামূল্যে YouTube ব্যবহার করতে হলে দেখতে হবে ৫টি বিজ্ঞাপন, রেহাই মিলবে একটি উপায়ে

বিজ্ঞাপনের জ্বালায় বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম খোলা এখন বেশ বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি, এখন জনপ্রিয় ও পুরনো...
Anwesha Nandi 15 Sept 2022 2:05 PM IST

বিজ্ঞাপনের জ্বালায় বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম খোলা এখন বেশ বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি, এখন জনপ্রিয় ও পুরনো ডিজিটাল বিনোদন মাধ্যম YouTube (ইউটিউব)-এও কোনো ভিডিও প্লে করার শুরুতে কিংবা ভিডিও চলাকালীন দেখতে হচ্ছে ছোট-বড় বিজ্ঞাপন। তবে যারা প্রতিদিনই YouTube-এ সময় কাটান, তাদের এই বিজ্ঞাপনজনিত বিরক্তি আরও বাড়তে চলেছে; কারণ সংস্থা সম্প্রতি একটি ভিডিওতে পাঁচটি বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে যা স্কিপ (Skip) করা বা এড়িয়ে যাওয়া যাবে না। এমনিতে বড় ভিডিওর (যেমন সিনেমা) ক্ষেত্রে YouTube তুলনামূলক বেশি বিজ্ঞাপন দেখালেও, ছোট ভিডিওতে দুটির বেশি বিজ্ঞাপন দেখা যায়না। কিন্তু আসন্ন দিনগুলিতে ভিডিও দেখতে ফ্রি ইউজারদের মানে যারা সংস্থার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেননি তাদের পাঁচ-পাঁচটা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে যেতে হবে। এমত পরিস্থিতিতে বিরক্তি তো লাগবেই! স্বাভাবিকভাবেই প্রিয় Youtube-এর এই সিদ্ধান্ত সামনে আসায় অনেক ইউজারই সোশ্যাল মিডিয়ায় তাদের হতাশা প্রকাশ করেছেন।

একটি ভিডিও দেখতে অপেক্ষা করতে হবে ৩০ সেকেন্ড

ইউজারদের প্রতিক্রিয়া দেখার পর, ইউটিউব একটি টুইট করে জানিয়েছে যে তারা সমস্ত ভিডিওর সাথে পাঁচটি 'আনস্কিপেবল্' (unskippable) বিজ্ঞাপন দেখাবে না, আর তাছাড়া বিজ্ঞাপনগুলি খুব বেশি দীর্ঘ হবে না। এক্ষেত্রে প্রতিটি বিজ্ঞাপন (যাকে সংস্থা 'bumper ads' বলে অভিহিত করেছে) ৬ সেকেন্ডের হবে বলে প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে। অর্থাৎ, পাঁচটি বিজ্ঞাপন সমন্বিত একটি ভিডিও দেখতে একজন ফ্রি-তে ইউটিউব ব্যবহারকারীকে প্রায় ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। কিন্তু এই ব্যস্ত জীবনে আধ মিনিট অপেক্ষাও অধিকাংশের কাছেই বিরক্তির! আপাতত এই বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে কিছুদিনের মধ্যেই এটি চালু হবে বলে আশা করা যায়। তাই এখন অনেকের মনেই প্রশ্ন উঠছে যে কীভাবে এই অস্বস্তি এড়ানো যাবে? সেক্ষেত্রে আমরা এখন বিজ্ঞাপনের হাত থেকে রেহাই পাওয়ার উপায়ই আপনাদের সাথে শেয়ার করব।

কীভাবে YouTube-এর বিজ্ঞাপন এড়িয়ে যাবেন?

এক্ষেত্রে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার দুটি উপায় আছে। প্রথম, আপনি আপনার ডেস্কটপে ক্রোম (Chrome)-এর অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করে বিনা বাধায় এবং বিনামূল্যে ভিডিও উপভোগ করতে পারেন। তবে দ্বিতীয় উপায়টি ফ্রি নয়। কারণ এই উপায় কার্যকরী করতে আপনাকে টাকা খরচ করে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, যাতে আপনি বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা ছাড়াও আরো অন্যান্য সুবিধা পাবেন।

YouTube Premium সাবস্ক্রিপশন

ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হলে প্রতি মাসে ১২৯ টাকা খরচ হবে। এক্ষেত্রে ইউজাররা কোনো বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও উপভোগ করতে পারবেন। আবার এরই সাথে বিনামূল্যে ইউটিউব মিউজিক (YouTube Music) অ্যাপ ব্যবহার করতে পারবেন। এছাড়া মিলবে সমস্ত ভিডিওগুলি ডাউনলোড করার এবং পিআইপি (PiP) বা পিকচার-ইন-পিকচার মোড এনাবেল করার অপশনও।

Show Full Article
Next Story