Apple AirPods 4 লঞ্চ হল ANC ফিচারের সাথে, মাথা নাড়িয়ে কল রিসিভ হবে,‌ দাম কত

Apple আজ Its Glowtime ইভেন্টে iPhone 16 সিরিজ, Apple Watch Series 10 এর সাথে নতুন AirPods 4 লঞ্চ করেছে। এই ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC)…

apple airpods 4 launched with anc machine learning gesture control features price specifications

Apple আজ Its Glowtime ইভেন্টে iPhone 16 সিরিজ, Apple Watch Series 10 এর সাথে নতুন AirPods 4 লঞ্চ করেছে। এই ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সাপোর্ট করবে। আর মেশিন লার্নিং ও জেসচার কন্ট্রোল প্রযুক্তি থাকায় Apple AirPods 4 ব্যবহারকারীরা মাথা নাড়িয়ে কল রিসিভ করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। জানিয়ে রাখি, এই ইভেন্টে AirPods Max এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

Apple AirPods 4 এর দাম

অ্যাপল এয়ারপডস 4 দুটি ভ্যারিয়েন্টে এসেছে – এএনসির সহ এবং এএনসি ছাড়া। মার্কিন যুক্তরাষ্ট্রে, এয়ারপডস 4 এর দাম (এএনসি ছাড়া) 129 ডলার (প্রায় 11,000 টাকা) রাখা হয়েছে, আর এএনসি সহ এয়ারপডস 4 এর দাম 179 ডলার (প্রায় 15,000 টাকা) পড়বে। আজ থেকে এটি প্রি-অর্ডার করা যাবে এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে।

Apple AirPods 4 এর স্পেসিফিকেশন‌ ও ফিচার

অ্যাপল এয়ারপডস 4 ডেডিকেটেড ট্রান্সপারেন্ট মোড ও অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার সহ লঞ্চ হয়েছে। আগে এই ANC ফিচার এয়ারপডস প্রো (2nd জেন) এবং এয়ারপডস ম্যাক্স মডেলে পাওয়া যেত।

এদিকে অ্যাপল এয়ারপডস 4 নতুন অ্যাপল এইচ2 চিপ সহ এসেছে এবং এতে নতুন অ্যাকোস্টিক আর্কিটেকচার রয়েছে, যা সাউন্ড কোয়ালিটি সুন্দর করবে। এছাড়া এয়ারপডস 4 পার্সোনালাইজড স্পেসিয়াল অডিও, অ্যাডাপ্টিভ অডিও অফার করবে।

আর Apple AirPods 4 ইয়ারবাড মেশিন লার্নিং প্রযুক্তির সাথে এসেছে, যা মাথা নাড়ানো সহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে কল রিসিভ করতে দেবে। ব্যাটারি লাইফের কথা বললে, এই ইয়ারবাডের সাথে নতুন ইউএসবি টাইপ-সি চার্জিং কেস আনা হয়েছে, যা মোট 30 ঘন্টা প্লেটাইম দেবে। এছাড়াও এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Apple AirPods Max এর নতুন কালার অপশন লঞ্চ হয়েছে

এয়ারপডস 4 ছাড়াও, অ্যাপল তাদের ওভার-দ্য হেড হেডফোন এয়ারপডস ম্যাক্স এর নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এটি এখন ব্লু, মিডনাইট এবং স্টারলাইট কালারে পাওয়া যাবে এবং এর মাধ্যমে স্পেসিয়াল অডিও শোনা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন