Apple AirPods: চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারতে এয়ারপডস এর উৎপাদন শুরু করছে অ্যাপল

ভারতে এয়ারপডস এর উৎপাদন শুরু হলে এটি আইফোনের পরে ভারতে অ্যাসেম্বল করা দ্বিতীয় বৃহত্তম অ্যাপল প্রোডাক্ট হয়ে উঠবে।

Julai Mondal 14 Dec 2024 8:09 PM IST

Apple ভারতে এবার তাদের জনপ্রিয় ওয়্যারলেস ইয়ারফোন AirPods তৈরি করতে শুরু করছে। আমেরিকার টেক জায়ান্টটি ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি আইফোন মডেল তৈরি করছে। সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, অ্যাপলের প্রধান সরবরাহকারী ফক্সকন টেকনোলজি গ্রুপ আগামী বছরের প্রথম কোয়ার্টারে তেলেঙ্গানায় তাদের নতুন কারখানায় এয়ারপডস অ্যাসেম্বলি করতে শুরু করবে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে, আগামী বছর থেকে ব্যাপক উৎপাদন শুরু হবে।

চীনের ওপর নির্ভরশীলতা কমাচ্ছে অ্যাপল

ভারতে এয়ারপডস এর উৎপাদন শুরু হলে এটি আইফোনের পরে ভারতে অ্যাসেম্বল করা দ্বিতীয় বৃহত্তম অ্যাপল প্রোডাক্ট হয়ে উঠবে। সরকারি সাহায্য, দক্ষ কর্মী এবং দেশের প্রযুক্তিগত সক্ষমতার অগ্রগতির কারণে অ্যাপল ভারতে তাদের প্রোডাক্ট উৎপাদন বাড়াতে চাইছে বলে মনে হচ্ছে।

এছাড়া চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে অ্যাপল। পরিবর্তে ভারতকে প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে তারা গড়ে তুলতে চাইছে। ভারতে এয়ারপডসের উৎপাদন শুরু হলে দেশ থেকে অ্যাপল প্রোডাক্টের রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে, যা সাম্প্রতিক মাসগুলিতে ইতিমধ্যে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে অ্যাপল বেশিরভাগ এয়ারপডস চীন এবং ভিয়েতনামে অ্যাসেম্বল করে।

এর আগেও প্রোডাকশন শিফট করার চেষ্টা করেছে অ্যাপল

অ্যাপল ভারতে এয়ারপডসের উৎপাদন স্থানান্তরিত করার পরিকল্পনা করছে বলে এর আগেও শোনা গিয়েছিল। চলতি বছরের অক্টোবরে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সংস্থাটি পুনের কারখানায় প্রোডাক্টির কেস তৈরির কাজ শুরু করতে চলেছে। এছাড়া জানানো হয়, ভারতে তৈরি এয়ারপডস বিদেশে রপ্তানি করা হবে। কারণ এয়ারপডসের বাজার ভারতের চেয়ে বিদেশে অনেক বড়।

সংস্থাটি ভারতে ম্যাকবুকের উৎপাদনও শুরু করবে

আইফোন, এয়ারপডস ছাড়াও ভারতে ম্যাকবুকের উৎপাদন শুরু হতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও এরজন্য আরও সময় প্রয়োজন। কারণ এরজন্য ভারতে নতুন কারখানা তৈরি করতে হবে। 2026 সাল থেকে ভারতে ম্যাকবুকের উৎপাদন শুরু হতে পারে।

Show Full Article
Next Story