পাখির চোখ এখন ভারত! iPhone এর পর এবার Apple AirPod তৈরি হচ্ছে ভারতে

খুব শীঘ্রই iPhone প্রস্তুতকারক সংস্থা Apple হায়দ্রাবাদের ফক্সকন প্ল্যান্টে তাদের ওয়্যারলেস ইয়ারবাড (Earbud) এবং...
techgup 16 Aug 2023 11:49 AM IST

খুব শীঘ্রই iPhone প্রস্তুতকারক সংস্থা Apple হায়দ্রাবাদের ফক্সকন প্ল্যান্টে তাদের ওয়্যারলেস ইয়ারবাড (Earbud) এবং এয়ারপড (AirPod) তৈরি করা শুরু করবে। সূত্রের মতে, ফক্সকন ইতিমধ্যেই হায়দ্রাবাদ প্ল্যান্টের জন্য ৪০০ মিলিয়ন ডলার (৪০ কোটি ডলার) বিনিয়োগ করার অনুমোদন দিয়েছে। আশা করা যায়, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ভারত স্থিত এই প্ল্যান্টে Apple-এর প্রোডাক্টগুলির উৎপাদন শুরু হয়ে যাবে। একটি রিপোর্ট অনুযায়ী, এবার থেকে Apple তাদের এয়ারপডগুলি ফক্সকনের হায়দ্রাবাদের ফ্যাক্টরিতেও তৈরি করা শুরু করবে। সংস্থাটি আশা করছে যে, ডিসেম্বরের মধ্যেই এখান থেকে ব্যাপক পরিমাণে এয়ারপড উৎপাদন শুরু হবে। তবে এই বিষয়ে Apple এবং ফক্সকন এখনো কোনরকম প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, এটি Apple এর দ্বিতীয় প্রোডাক্ট যা ভারতে তৈরি করা হবে। এর আগে এই আমেরিকান কোম্পানিটি ভারতে তাদের জনপ্রিয় স্মার্টফোন, iPhone তৈরি করা শুরু করে। কয়েকদিন আগে, ফক্সকন কোম্পানির চেয়ারম্যান এবং মুখ্য আধিকারিক ইয়ং লিও এপ্রিল থেকে জুন মাসের ফলাফল সম্পর্কে আলোচনা করার সময় জানিয়েছেন, ভারতে সফল হবার সম্ভাবনা খুব বেশি হওয়ার কারনে তারা তাদের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।

Show Full Article
Next Story