টেক জায়ান্ট Apple বাজারে নিয়ে আসলো তাদের Beats Studio Buds ইয়ারফোনের উত্তরসূরী। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার যুক্ত দীর্ঘ ব্যাটারি লাইফের নতুন এই ইয়ারফোনের নাম Beats Studio Buds+। এতে রয়েছে টাচ কন্ট্রোল, সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং স্প্যাসিয়াল অডিও ও ডলবি অ্যাটমস সাপোর্ট। চলুন দেখে নেওয়া যাক নতুন Apple Beats Studio Buds+ ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Apple Beats Studio Buds+-এর দাম ও লভ্যতা
যুক্তরাষ্ট্রীয় বাজারে Beats Studio Buds+-ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১৫৯.৯৯ ডলার (প্রায় ১৪ হাজার টাকা)। এটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশন ছাড়াও ট্রান্সপারেন্ট মডেলে এসেছে।
Apple Beats Studio Buds+-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Apple Beats Studio Buds+ ইয়ারফোনটি এর পূর্বসূরীর মত ডিজাইন সহযোগে আসলেও, AirPods Pro ইয়ারবাডের তুলনায় এটি দেখতে বেশ স্পোর্টি। তবে AirPods Pro ইয়ারফোনের মত এর ইয়ারবাডগুলিতে কোনো স্টেম থাকবে না। তাই টাচ কন্ট্রোলের মাধ্যমে ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি এর ইয়ারবাডে স্পর্শ করতে হবে।
অন্যদিকে, ইয়ারফোনটি ‘বিটস প্রপায়েটারি প্ল্যাটফর্ম’ চিপসেট সহ এসেছে। যার ফলে একবার স্পর্শ করে নিকটবর্তী অ্যাপল ডিভাইস সাথে পেয়ার করা, সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা, অ্যাপেল ফাইন্ড মাই ফোন ফিচার অন করা এবং আইক্লাউড -এর মাধ্যমে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে পরিবর্তন করা সম্ভব। তবে এখানে জানিয়ে রাখি, অ্যাপলের এই হেয়ারেবলে গুগল ফাস্ট পেয়ার এবং গুগল ফাইন্ড মাই ডিভাইস ফিচারও সাপোর্ট করবে। শুধু তাই নয়, সহজে একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে পরিবর্তন করার জন্য এতে রয়েছে অডিও সুইচিংয়ের বিশেষ অপশন।
এখানেই শেষ নয়! সংস্থাটি দাবি করেছে নতুন এই ইয়ারফোনের ভেতরকার সমস্ত যন্ত্রাংশ নতুন এবং এতে যে ভয়েস টার্গেটিং মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে তা উন্নত কল কোয়ালিটি প্রদান করার জন্য আগের তুলনায় তিনগুণ বড়। তার সাথে রয়েছে ১.৬ গুন উন্নত অ্যাক্টিভ ক্যান্সলেশন টেকনোলজি, যা অরিজিনাল Beats Studio Buds-এর থেকে উন্নতমানের ট্রান্সপারেন্সি মোড সরবরাহ করতে পারবে। এছাড়া উক্ত ইয়ারবাডের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, ব্র্যান্ডের স্প্যাসিয়াল অডিও এবং ডলবি অ্যাটমস সাপোর্ট।
এবার আসা যাক Apple Beats Studio Buds+-ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৩৬ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। যেখানে এর পূর্বসূরী Beats Studio Buds, ২৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আবার এএনসি ফিচার বন্ধ থাকলে এর প্রত্যেকটি ইয়ারবাড ৯ ঘণ্টা এবং কেস সমেত নয়া ইয়ারফোনটি ২৭ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। সেকারণে ইয়ারফোনটি ৫ মিনিট চার্জে এক ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX4 রেটিং প্রাপ্ত।