কিম কার্দাশিয়ানের সঙ্গে জুটি বেঁধে ভারতে Beats হেডফোন ও স্পিকার লঞ্চ করল Apple, দাম কত

Beats Pill & Beats Studio Pro - বিটস স্টুডিও প্রো হেডফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। ডাইনামিক হেড ট্র্যাকিংয়ের সুবিধা ছাড়াও এতে পাবেন আলট্রা পুশ লেদার কুশন।

Puja Mondal 8 Nov 2024 2:30 PM IST

বিটস ব্র্যান্ডের অডিয়ো হেডসেট বিশ্বজুড়ে ভালোই জনপ্রিয়। সম্প্রতি তারা জনপ্রিয় মডেল তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে জুটি বেঁধে ভারতে স্পেশাল এডিশন স্পিকার এবং হেডফোন লঞ্চ করল। এদের নাম Beats Studio Pro এবং Beats Pill Speaker। বিটস ব্র্যান্ডের মালিক অ্যাপল ইঙ্ক। জানা গিয়েছে, ৭ নভেম্বর থেকে এটির বিক্রি শুরু হয়ে গেছে। কিনতে পারবেন অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল স্টোর থেকে।

কিম কার্দাশিয়ানের নিউট্রাল টোন থিমকে অনুসরণ করে ডিজাইন করা হয়েছে দুটি ডিভাইস। বিটস স্টুডিও প্রো হেডফোন পাওয়া যাবে তিনটি রংয়ে - মুন, ডিউন এবং আর্থ। অন্যদিকে, বিটস পিল পোর্টেবল স্পিকার পাওয়া যাবে লাইট গ্রে এবং ডার্ক গ্রে রংয়ে।

বিটস x কিম কার্দাশিয়ান স্পিকার ও হেডফোনের দাম

সীমিত সংখ্যায় দুটি অডিয়ো ডিভাইস পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ভারতে বিটস স্টুডিও প্রো হেডফোনের দাম ৩৭,৯০০ টাকা। আর বিটস পিল স্পিকারের দাম ১৬,৯০০ টাকা। অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন, ক্রোমা, রিলায়েন্স এবং অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই দুটি অডিয়ো প্রোডাক্ট অর্ডার করা যাবে। অফলাইনে দিল্লি ও মুম্বইয়ের অ্যাপল স্টোর থেকে অর্ডার করতে হবে।

Beats Studio Pro headphone pill speaker kim kardashian edition launched in india price

বিটস স্টুডিও প্রো হেডফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। ডাইনামিক হেড ট্র্যাকিংয়ের সুবিধা ছাড়াও এতে পাবেন আলট্রা পুশ লেদার কুশন। যা ইউজারকে সর্বোচ্চ আরাম দিতে সাহায্য করবে। ৪০ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে হেডফোনে। মিলবে USB-C কানেক্টিভিটি। অ্যাপল ডিভাইস ছাড়াও অ্যান্ড্রয়েড ফোনেও অনায়াসে কানেক্ট করা যাবে এই হেডফোন।

অপরদিকে, বিটস পিল স্পিকারে রয়েছে ২৪ ঘণ্টা ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিংয়ের জন্য USB-C কানেক্টিভিটি। দুটি স্পিকার কানেক্ট করা যাবে। আইফোন ও অ্যান্ড্রয়েড দুই সফটওয়্যারেই কাজ করবে এই পোর্টেবল স্পিকার।

Show Full Article
Next Story