Bluetooth Speaker: গমগমে সাউন্ড সহ 1500 টাকার কমে সেরা তিন ব্লুটুথ স্পিকার,‌ নববর্ষের পার্টি জমিয়ে দিন

Zebronics Zeb-Sound Feast 50 Wireless Bluetooth স্পিকারে রয়েছে পেনড্রাইভ, অক্স, ব্লুটুথ এবং এসডি কার্ড স্লট। এটিতে ভলিউম কন্ট্রোল এবং ইনবিল্ট চার্জিং ব্যাটারি পাওয়া যাবে, যা ফুল চার্জে বেশ কয়েক দিন ব্যাকআপ দেবে। এছাড়া এটি এফএম রেডিও, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং কল ফাংশন অফার করে। এই স্পিকারের দাম 1,299 টাকা।

Ankita Mondal 18 Dec 2024 10:21 PM IST

Bluetooth Speaker under 1500: আপনি যদি নতুন বছরে পার্টি করার জন্য ভাল ব্লুটুথ স্পিকার কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা আপনার জন্য 1500 টাকারও কম দামের সেরা কয়েকটি ব্লুটুথ স্পিকারের নাম জানাবো। এই স্পিকারগুলি ফাটাফাটি সাউন্ড সহ দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে। আপনি ব্লুটুথ স্পিকারগুলি ঘরের বাইরে এবং ভিতরে উভয় পার্টিতে ব্যবহার করতে পারবেন। আর বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজনে এগুলি অর্ধেক দামে কেনা যাচ্ছে।

Zebronics Zeb-Sound Feast 50 Wireless Bluetooth

জেব্রোনিক্সের সাউন্ড ফেস্ট স্পিকারে রয়েছে পেনড্রাইভ, অক্স, ব্লুটুথ এবং এসডি কার্ড স্লট। এটিতে ভলিউম কন্ট্রোল এবং ইনবিল্ট চার্জিং ব্যাটারি পাওয়া যাবে, যা ফুল চার্জে বেশ কয়েক দিন ব্যাকআপ দেবে। এছাড়া এটি এফএম রেডিও, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং কল ফাংশন অফার করে। এই স্পিকারের দাম 1,299 টাকা। এই স্পিকারের সাথে অ্যামাজনে 48% ছাড় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 50 টাকা ছাড়ও পাবেন।

boAt Stone 650 10W Bluetooth Speaker

বোটের এই ব্লুটুথ স্পিকারটি কম্পিউটার, ল্যাপটপ, ফোন এবং প্রজেক্টরের সাথে সংযুক্ত করা যেতে পারে। এটি 7 ঘন্টা পর্যন্ত প্লেটাইম দেয় এবং এর স্পিকারগুলি দুর্দান্ত অডিও আউটপুট প্রদান করে। এটি ব্লুটুথ, এসডি কার্ড, অক্স এবং মিনি সাউন্ড সাপোর্ট সহ এসেছে। অ্যামাজন ইন্ডিয়ায় এই ব্লুটুথ স্পিকারের দাম 1,499 টাকা। এর সাথে 70 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই স্পিকারটি আইপি X5 ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে, তাই জল লাগলেও নষ্ট হবে না।

pTron Fusion Smart Bluetooth Speaker

পিট্রনের ফিউশন স্পিকার কারাওকে ফাংশনের সাথে উপস্থিত এবং 10W সাউন্ড আউটপুট দেয়। এতে ডিপ বেস পাওয়া যাবে। এটিতে ভয়েস চেঞ্জ এফেক্ট, মাইক এবং ভলিউম নিয়ন্ত্রণ বাটনও রয়েছে। এই স্পিকারে ব্লুটুথ 5.3, এইউএক্স, একটি টিএফ কার্ড এবং ইউএসবি পোর্ট পাওয়া যাবে। অ্যামাজনে এটির দাম 1,098 টাকা এবং এর সাথে 73% ছাড় দেওয়া হচ্ছে।

Show Full Article
Next Story