boAt Airdopes 121 V2 Plus: অসাধারণ সাউন্ড, বোট বাজারে আনল নতুন ইয়ারবাডস

অডিও ডিভাইস প্রস্তুতকারী জনপ্রিয় দেশীয় সংস্থা boAt এবার নিয়ে আসলো তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম boAt Airdopes 121 V2 Plus। এতে রয়েছে…

অডিও ডিভাইস প্রস্তুতকারী জনপ্রিয় দেশীয় সংস্থা boAt এবার নিয়ে আসলো তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম boAt Airdopes 121 V2 Plus। এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি, ৫০ এমএস লো ল্যাটেন্সি বিস্ট মোড এবং দীর্ঘ ৫০ ঘন্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Airdopes 121 V2 Plus ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Airdopes 121 V2 Plus- এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Airdopes 121 V2 Plus ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। এটি মেরিন ব্লু, অ্যাকটিভ ব্ল্যাক এবং সিলেট গ্রে, এই তিনটি কালার অপশনে উপলব্ধ। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনে নিতে পারবেন ইয়ারফোনটি।

boAt Airdopes 121 V2 Plus- এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Airdopes 121 V2 Plus ইয়ারফোনে উন্নতমানের মনোরম অডিও কোয়ালিটির সরবরাহ করার জন্য থাকছে ১০ এমএম ড্রাইভার। তাছাড়া এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। সেই সঙ্গে থাকবে সংস্থার নিজস্ব সিগনেচার সাউন্ড টেকনোলজি। উপরন্তু ইয়ারবাডটিতে কোয়াড মাইক ইএনএক্স টেকনোলজি সাপোর্ট করবে।

অন্যদিকে, হেয়ারেবলটিতে পাওয়া যাবে ৫০ এমএস লো ল্যাটেন্সি যুক্ত বিস্ট মোড, যা গেমিং এবং ভিডিও প্লেব্যাকের জন্য উপযুক্ত। এখানেই শেষ নয়, নয়া ইয়ারফোনে রয়েছে আইডব্লিউপি (ইন্সটা ওয়েক এন্ড পেয়ার) সিস্টেম, যার ফলে নিকটবর্তী ডিভাইসের সাথে এটি দ্রুত সংযুক্ত হতে সক্ষম। তাছাড়া ইয়ারফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, টাচ কন্ট্রোল ইত্যাদি।

এবার আসা যাক boAt Airdopes 121 V2 Plus ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৫০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার এতে থাকবে এএসএপি চার্জ টেকনোলজি এবং টাইপ সি কানেক্টর। যার মাধ্যমে মাত্র ১০ মিনিট চার্জ দিলেই এটি ১২০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে থাকছে IPX4 রেটিং।