কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল boAt Airdopes 800 ইয়ারবাড

boAt Airdopes 800 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২,০০০ টাকর কম। এতে রয়েছে ৫০ এমএস...
techgup 19 May 2024 9:11 AM IST

boAt Airdopes 800 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড আজ ভারতে লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২,০০০ টাকর কম। এতে রয়েছে ৫০ এমএস লো ল্যাটেন্সি মোড এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। সেই সঙ্গে এটি টানা ৪০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Airdopes 800 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Airdopes 800-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। এটি ইন্টারস্টেলার ব্লু, ইন্টারস্টেলার হোয়াইট, ইন্টারস্টেলার গ্রিন এবং ইন্টারস্টেলার ব্ল্যাক কালার অপশনে এসেছে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন ইয়ারফোনটি।

boAt Airdopes 800-এর স্পেসিফিকেশন ও ফিচার

boAt Airdopes 800 ইয়ারফোনে ডলবি অডিও সাপোর্ট করবে। ফলে এটি ব্যবহারকারীকে উন্নতমানের অডিও সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে ১০ এমএম টাইটেনিয়াম ড্রাইভার। সেই সঙ্গে পাওয়া যাবে সংস্থার সিগনেচার সাউন্ড টেকনোলজি। আবার স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে কোয়াড মাইক ইএনএক্স টেকনোলজি উপলব্ধ।

অন্যদিকে, হেয়ারেবলটিতে রয়েছে ৫০ এমএস লো ল্যাটেন্সি মোড। ফলে এটি গেম প্রেমীদের জন্য উপযুক্ত একটি অডিও ডিভাইস। এখানেই শেষ নয়, এতে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং অ্যাডাপটিভ ইকুইলাইজার মোড। সংস্থার মতে, একবার চার্জে boAt Airdopes 800 ইয়ারফোন ৪০ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। তাছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ৫ মিনিট চার্জে এটি ১০০ মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য।

Show Full Article
Next Story