boAt Airpods ProGear: এক চার্জে চলবে ১০০ ঘন্টা, সস্তায় ইয়ারবাডস লঞ্চ করল বোট

ভারতীয় বাজারে বোট এয়ারডপস প্রোগিয়ার ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি অ্যাক্টিভ ব্ল্যাক এবং স্পোর্টিং গ্রিন, এই দুটি কালার অপশনে এসেছে।

Boat Airdopes Progear Earbuds Launched In India With 100 Hours Battery Life Price Specifications

অডিও ডিভাইস প্রস্তুতকারী ভারতীয় ব্র্যান্ড বোট বাজারে আনলো তাদের প্রথম ওপেন ইয়ার ওয়্যারেবল স্টেরিও ইয়ারফোন, যার নাম boAt Airdops ProGear। এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটি ওপেন ইয়ার ডিজাইনে এসেছে, যা সম্পূর্ণভাবে ইয়ার ক্যানেল ব্লক করবে না। এতে রয়েছে দীর্ঘ ১০০ ঘণ্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন বোট এয়ারডপস প্রোগিয়ার ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

বোট এয়ারডপস প্রোগিয়ার এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট এয়ারডপস প্রোগিয়ার ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি অ্যাক্টিভ ব্ল্যাক এবং স্পোর্টিং গ্রিন, এই দুটি কালার অপশনে এসেছে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

বোট এয়ারডপস প্রোগিয়ার এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন বোট এয়ারডপস প্রোগিয়ার ইয়ারফোনটি ওপেন ইয়ার ডিজাইনে এসেছে। যাতে থাকছে স্কিন ফ্রেন্ডলি ইয়ার হুক। ফলে এটি খুব শক্তভাবে কানের সাথে আটকে থাকবে। আর ওপেন ইয়ার হওয়ার দরুন চারপাশের আওয়াজ সম্পর্কেও ব্যবহারকারী সচেতন থাকতে পারবেন।

এতে দেওয়া হয়েছে ১৫ এমএম শক্তিশালী ড্রাইভার। হেয়ারেবলটিতে পাওয়া যাবে এয়ার কন্ডাকশন টেকনোলজি। ফলে এটি উচ্চমানের সাউন্ড কোয়ালিটি সরবরাহ করতে পারবে। এমনকি নয়া ইয়ারফোনে এআই ইএনএক্স টেকনোলজি সহ কোয়াড মাইক্রোফোন উপলব্ধ। ফলে এটি পাশের অবাঞ্ছিত আওয়াজ এড়িয়ে ব্যবহারকারীকে একটি স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে পাওয়া যাবে ৪০ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনটি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে এবং এতে রয়েছে ইনস্টা ওয়েক ‘এন’ পেয়ার টেকনোলজি। এবার আসা যাক বোট এয়ারডপস প্রোগিয়ার ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১০০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। আবার ইউএসবি সি পোর্টের মাধ্যমে এটিকে দশ মিনিট চার্জ দিলে এটি ১০ ঘণ্টা পর্যন্ত চলবে। আর এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে ৬৫ এমএএইচ ব্যাটারি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে আইপিএক্স৫ রেটিং।