বিদেশে পৌঁছে যাচ্ছে boAt এর ইয়ারফোন, লঞ্চ হচ্ছে neckband ইয়ারফোন ও ইয়ারবাডস

আমেরিকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো ২০২৩ (CES 2023) ইভেন্ট। আন্তর্জাতিক এই মঞ্চে প্রদর্শনের জন্য সারা বিশ্বের বিভিন্ন টেক সংস্থাগুলি…

আমেরিকা যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো ২০২৩ (CES 2023) ইভেন্ট। আন্তর্জাতিক এই মঞ্চে প্রদর্শনের জন্য সারা বিশ্বের বিভিন্ন টেক সংস্থাগুলি তাদের নতুন প্রোডাক্টের সম্ভার নিয়ে হাজির। এখানে উপস্থিত ভারতের একটি ব্র্যান্ডও। আজ্ঞে হ্যাঁ! স্মার্ট অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী ভারতীয় সংস্থা boAt, এই মঞ্চে উন্মোচন করতে চলেছে তাদের নতুন একগুচ্ছ অডিও ডিভাইস। boAt Labs বিভিন্ন গ্লোবাল টেক ফার্মের সাথে গাঁটছড়া বেঁধে তাদের নিজস্ব বোট ব্র্যান্ডের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, নেক ব্যান্ড ইয়ারফোন এবং হেডফোন প্রদর্শন করবে। যার মধ্যে থাকবে boAt Neckband Powered by Dolby, Rockerz 330 এবং Rockerz 333 ANC নেকব্যান্ড ইয়ারফোন, Nirvana 525 ANC নেকব্যান্ড ইয়ারফোন এবং boAt Nirvana Eutopia হেডফোন। চলুন প্রোডাক্টগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রথমেই বলি, ভারতীয় ব্র্যান্ড বোট, ডলবি (Dolby) অডিওর সাথে হাত মিলিয়ে লঞ্চ করতে চলেছে বোট নেকব্যান্ড পাওয়ার্ড বাই ডলবি (boAt Neckband Powered by Dolby)। পাশাপাশি সংস্থাটি রকার্জ ৩৩০ এবং রকার্জ ৩৩৩ এএনসি ( Rockerz 330, Rockerz 333 ANC) নেকব্যান্ড ইয়ারফোনও নিয়ে আসছে, যা ডাইরাক অপটিও (Dirac Opteo) সাপোর্ট সহ আসছে। আবার ডাইরাকের সাথেই যৌথ উদ্যোগে আনা হচ্ছে Rockerz Apex neckband, Nirvana Nebula, and Airdops Synth ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডস। এছাড়া boAt | CEVA সংস্থার মাধ্যমে ঘোষিত হবে বোট নির্ভানা ইউটোপিয়া (boAt Nirvana Eutopia) হেডফোন।

প্রসঙ্গত উল্লেখ্য, এগুলি সংস্থার প্রথম হেডফোন, যেগুলিতে হেড ট্র্যাকিং ক্ষমতার সাথে রয়েছে স্পেসিয়াল অডিও সাপোর্ট। আবার সেভা স্পেসিয়াল অডিও (CEVA Spatial Audio), ভিসিসোনিক এবং সেভা মোটো ইঞ্জিন হেড ট্রাকিং টেকনোলজি দ্বারা চালিত। উপরন্তু ব্যবহারকারীরা এই হেডফোনের মাধ্যমে থ্রিডি সিমুলেটর স্পেস এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। সবশেষে জানিয়ে রাখি, সেভা, বোট নির্ভানা ইউটোপিয়া হেডফোন প্রদর্শন করবে সেভা মিটিং স্যুটের মাধ্যমে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন