একটানা 5 দিন চলবে, সস্তায় দীর্ঘ ব্যাটারির boAt Nirvana Ion ইয়ারবাড ভারতে লঞ্চ হল

ভারতে আত্মপ্রকাশ করল boAt সংস্থার নতুন ইয়ারবাড, যার নাম boAt Nirvana Ion। নতুন এই অডিও ডিভাইসে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ইন-ইয়ার ডিটেকশন ফিচার ও…

ভারতে আত্মপ্রকাশ করল boAt সংস্থার নতুন ইয়ারবাড, যার নাম boAt Nirvana Ion। নতুন এই অডিও ডিভাইসে রয়েছে দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে ইন-ইয়ার ডিটেকশন ফিচার ও ইএনএক্স টেকনোলজি। সেই সঙ্গে ডিভাইসটিতে ডুয়াল ইকুইলাইজার মোড এবং ৬০ এমএস লো ল্যাটেন্সি উপলব্ধ। আর এর দাম থাকছে ২০০০ টাকারও কম। চলুন boAt Nirvana Ion ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

boAt Nirvana Ion ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে বোট নির্ভানা আইওন ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি আইভরি হোয়াইট এবং চারকোল ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। দেশের জনপ্রিয় অনলাইন এবং অফলাইন স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

boAt Nirvana Ion ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Nirvana Ion ইয়ারফোনটি স্টেম এবং হালকা বাঁকানো সিলিকনের ইয়ারটিপ সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। ডিভাইসটি ইন-ইয়ার ডিটেকশন করতে সক্ষম। সেই সঙ্গে এটি সিঙ্গেল বাটন কন্ট্রোল টেকনোলজি অফার করবে। শুধু তাই নয়, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।

অন্যদিকে হেয়ারেবলটির অডিও প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার। তাছাড়া boAt Nirvana Ion ইয়ারফোনে রয়েছে উন্নতমানের সাউন্ড টেকনোলজি, যা এইচআইএফআইডিএসপি দ্বারা চালিত এবং মনোরম অডিও এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য আছে ক্রিস্টাল বায়োনিক সাউন্ড সিস্টেম। এখানেই শেষ নয়, ইএনএক্স টেকনোলজির জন্য ইয়ারফোনটিতে কোয়াড মাইক উপলব্ধ, যার মাধ্যমে চারপাশের আওয়াজ এড়িয়ে স্পষ্ট কলিং এক্সপিরিয়েন্স লাভ করা সম্ভব। উপরন্তু এই নয়া ইয়ারফোন ডুয়াল ইকুইলাইজার মোড এবং ৬০ এমএস লো ল্যাটেন্সি অফার করবে।

এবার আসা যাক boAt Nirvana Ion ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৬০০ এমএএইচ ব্যাটারি এবং এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৭০এমএএইচ সেল। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি চার্জিং কেস সমেত ১২০ ঘন্টা এবং এর প্রত্যেকটি ইয়ারবাড ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.২ সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন