Bose QuietComfort Ultra: বোসের নতুন হেডফোন ভারতে লঞ্চ হল, মাসিক কিস্তিতে কিনতে পারবেন

ভারতীয় বাজারে পা রাখল নতুন Bose QuietComfort Ultra হেডফোন। গত বছরের সেপ্টেম্বর মাসে এটি বিশ্ববাজারে লঞ্চ হয়েছিল। আর...
techgup 11 Jan 2024 4:09 PM IST

ভারতীয় বাজারে পা রাখল নতুন Bose QuietComfort Ultra হেডফোন। গত বছরের সেপ্টেম্বর মাসে এটি বিশ্ববাজারে লঞ্চ হয়েছিল। আর এখন এটি ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ হলো। Bose QuietComfort Ultra হেডফোনে পাওয়া যাবে নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাথে সিম্পল সিঙ্ক টেকনোলজি। তাছাড়া সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে হেডফোনটি ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Bose QuietComfort Ultra হেডফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Bose QuietComfort Ultra-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Bose QuietComfort Ultra হেডফোনটির দাম ধার্য করা হয়েছে ৩৫,৯০০ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি এবং ১২ মাসের নো-কস্ট ইএমআই -এর সুবিধা। ই-কমার্স সাইট অ্যামাজন, ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটাল থেকে কিনতে পাওয়া যাচ্ছে হেডফোনটি।

Bose QuietComfort Ultra-এর স্পেসিফিকেশন ও ফিচার

নতুন Bose QuietComfort Ultra হেডফোনটি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করবে। আর এর কাস্টমটিউন টেকনোলজির মাধ্যমে ব্যবহারকারী সাউন্ড প্রোফাইল পার্সোনালাইজ করতে পারবেন। তাছাড়া এতে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারের বিশেষ সুবিধা। সেক্ষেত্রে হেডফোনটি কোয়াইট মোড, অ্যাওয়ার মোড এবং ইমারসন মোড নামের তিনটি ভিন্ন নয়েজ ক্যানসেলেশন মোড অফার করবে।

অন্যদিকে, হেডফোনটিতে ব্লুটুথ ৫.৩ উপলব্ধ। যার রেঞ্জ ৩০ ফুট পর্যন্ত বিস্তৃত। উপরন্তু সিম্পল সিঙ্ক টেকনোলজির মাধ্যমে বোস স্মার্ট সাউন্ড বারের সাথে ডিভাইসটিকে সহজেই যুক্ত করা যাবে।

এবার আসা যাক Bose QuietComfort Ultra হেডফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১৫ মিনিটের চার্জে এটি ২.৫ ঘণ্টা পর্যন্ত চলবে।

Show Full Article
Next Story