DJ বক্সের মতো বাজবে, Boult ভারতে লঞ্চ করল Bassbox সিরিজের তিনটি সাউন্ডবার

Boult ভারতে নতুন তিনটি সাউন্ডবার লঞ্চ করেছে, যাদের নাম - Bassbox X60, Bassbox X250 ও Bassbox X500। এরমধ্যে এক্স60...
techgup 4 Sept 2024 10:14 AM IST

Boult ভারতে নতুন তিনটি সাউন্ডবার লঞ্চ করেছে, যাদের নাম - Bassbox X60, Bassbox X250 ও Bassbox X500। এরমধ্যে এক্স60 সাউন্ডবারের দাম 2,999 টাকা এবং এটি জেট ব্ল্যাক কালারে এসেছে। আবার এক্স250 ব্ল্যাক কালারে লঞ্চ হয়েছে এবং এর দাম 9,999 টাকা। আর এক্স500 এর দাম পড়বে 14,999 টাকা। এটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। বোল্টের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ফ্লিপকার্ট থেকে এই নতুন সাউন্ডবারগুলি কেনা যাবে।

Boult Bassbox X60 এর ফিচার ও স্পেসিফিকেশন

বোল্টের এই ২.১ চ্যানেল সাউন্ডবারে 60 ওয়াট আরএমএস আউটপুট পাওয়া যাবে। চমৎকার বেস সরবরাহ করার জন্য এতে বুমএক্স প্রযুক্তি ব্যবহার। আর এই সাউন্ডবারে ব্লুটুথ 5.4 সহ ইউএসবি এবং এইচডিএমআই (এআরসি) এর মতো একাধিক কানেক্টিভিটি অপশন উপস্থিত। এদিকে সাউন্ড কোয়ালিটি উন্নত করতে, এতে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং চিপ দেওয়া হয়েছে।

Boult Bassbox X250 সাউন্ডবারের বিশেষত্ব

নাম দেখেই বুঝতে পারছেন এই সাউন্ডবারটি 250 ওয়াট আরএমএস সাউন্ড আউটপুট দেবে। সাথে পাওয়া যাবে ডলবি ডিজিটাল সাউন্ড। এতে সাবউফারও দেওয়া হয়েছে। পাশাপাশি পাওয়া যাবে বোল্টের বুমএক্স প্রযুক্তি। অডিও-র মান দুর্দান্ত করতে এতে ডিএসপি চিপও রয়েছে। এর কানেক্টিভিটি অপশন আগের মডেলের মতো।

Boult Bassbox X500 সাউন্ডবারের ফিচার

Boult Bassbox X500 হল এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম সাউন্ডবার। এতে রয়েছে ডলবি ডিজিটাল সাউন্ড এবং 5.1 চ্যানেল কনফিগারেশনের 500 ওয়াট আরএমএস। এতে পাঁচটি ফুল রেঞ্জ ড্রাইভার উপস্থিত। সাথে দুটি অতিরিক্ত রিয়ার স্যাটেলাইট এবং একটি ডিএসপি চিপ দেওয়া হয়েছে।

এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ব্লুটুথ ভি 5.3, AUX, ইউএসবি, অপটিকাল এবং এইচডিএমআই। এই সাউন্ডবারে একাধিক ইনপুট মোড সমর্থন করে। আর একে সহজে নিয়ন্ত্রণ করার জন্য মাস্টার রিমোট রয়েছে।

Show Full Article
Next Story