দশ মিনিটের চার্জেই দীর্ঘক্ষণ চলবে, সস্তায় বাজারে এল Crossbeats এর নতুন ইয়ারফোন

ভারতীয় বাজারে পদার্পণ করল Crossbeats Sonic 3 ইয়ারবাড। দামের দিক থেকে সাশ্রয়ী মূল্যে আসলেও এতে ব্যবহারকারী পাবেন হাই কোয়ালিটির অডিও পারফরম্যান্স। আর এতে রয়েছে 30…

ভারতীয় বাজারে পদার্পণ করল Crossbeats Sonic 3 ইয়ারবাড। দামের দিক থেকে সাশ্রয়ী মূল্যে আসলেও এতে ব্যবহারকারী পাবেন হাই কোয়ালিটির অডিও পারফরম্যান্স। আর এতে রয়েছে 30 ডেসিবেল হাইব্রিড এএনসি ফিচার। তাছাড়া ইয়ারফোনটি দীর্ঘ 60 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন এই Crossbeats Sonic 3 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Crossbeats Sonic 3-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Crossbeats Sonic 3 ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে 1,999 টাকা। এটি সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

Crossbeats Sonic 3-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Crossbeats Sonic 3 ইয়ারবাড 13 এমএম গ্রাফেন ড্রাইভার এবং কোয়াড মাইক এমইএম সেন্সিং টেকনোলজি সহ এসেছে। এটি এনভায়রনমেন্টাল নয়েজ এড়িয়ে ব্যবহারকারীকে স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স দিতে পারবে। আর আগেই বলেছি, এতে আছে 30 ডেসিবেল হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। সেই সঙ্গে হেয়ারেবলটিতে 40 এমএস লো ল্যাটেন্সি মোড উপলব্ধ। তাই এটি গেমারদের জন্য উপযুক্ত একটি ইয়ারবাড তা বলা যেতেই পারে। অন্যদিকে, নয়া ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি এবং এটি এএসি ও এসবিসি অডিও কোডেক সাপোর্ট করবে।

এবার আসা যাক Sonic 3 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি 60 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার এতে ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। তাই মাত্র দশ মিনিট চার্জে ডিভাইসটি 100 মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জলের ছিটে এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।