স্টাইলিস ডিজাইনের Hammer Fit+ স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল, জল ও ধুলো লাগলেও নষ্ট হবে না

Hammer তাদের স্মার্টওয়াচ রেঞ্জ বাড়িয়েই চলছে। আজ সংস্থাটি বাজারে এনেছে নতুন একটি ওয়াচ, যার নাম Hammer Fit+। নয়া এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচারের সাথে রয়েছে…

Hammer তাদের স্মার্টওয়াচ রেঞ্জ বাড়িয়েই চলছে। আজ সংস্থাটি বাজারে এনেছে নতুন একটি ওয়াচ, যার নাম Hammer Fit+। নয়া এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচারের সাথে রয়েছে একাধিক হেলথ সেন্সর এবং স্পোর্টস মোড। আর ঘড়িটি একেবারেই বাজেট রেঞ্জে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Hammer Fit+ স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Hammer Fit+ -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Hammer Fit+ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৩৯৯ টাকা। এটি ব্ল্যাক কালার অপশনে এসেছে। আগামী ১১ জুন থেকে শুরু হবে এর বিক্রি। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন ঘড়িটি।

Hammer Fit+ -এর স্পেসিফিকেশন ও ফিচার

Hammer Fit+ স্মার্টওয়াচটি বর্গাকার ডায়াল এবং মেটালিক ইউনিবডি ডিজাইনের সাথে এসেছে। আর এর ডিসপ্লের ডান ধারে থাকছে একটি বাটন। ঘড়িটিতে দেওয়া হয়েছে ১.৮৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০x ২৮৬ পিক্সেল। এই স্মার্ট ঘড়িতে ১০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস সাপোর্ট করবে এবং এতে পাওয়া যাবে রেস টু ওয়েক ফিচার।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর এবং মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার। আবার ওয়্যারেবলটিতে পাওয়া যাবে ১০০ টি স্পোর্টস মোডের সুবিধা।

তদুপরি, নতুন এই স্মার্টওয়াচটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। এর জন্য এতে রয়েছে ইনবিল্ট স্পিকার এবং মাইক। আবার এতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট উপলব্ধ। এছাড়া আলোচ্য স্মার্টওয়াচের অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল নোটিফিকেশন ডিসপ্লে, ডিএনডি মোড, ওয়েদার আপডেট ইত্যাদি। পাশাপাশি স্মার্টওয়াচটিতে থাকছে বিল্ট-ইন গেম এবং পাসওয়ার্ড প্রটেকশন।

এবার আসা যাক Hammer Fit+ স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ঘড়িটি দু’দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP67 রেটিং।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন