Honor Choice Earbuds X ইয়ারফোন ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে ২৮ ঘন্টা
বিশ্ববাজারে আত্মপ্রকাশের পর ভারতে লঞ্চ হল Honor Choice Earbuds X ইয়ারফোন। একগুচ্ছ স্মার্ট ফিচার সহ এসেছে নতুন এই...বিশ্ববাজারে আত্মপ্রকাশের পর ভারতে লঞ্চ হল Honor Choice Earbuds X ইয়ারফোন। একগুচ্ছ স্মার্ট ফিচার সহ এসেছে নতুন এই ইয়ারফোন। এতে রয়েছে বিশেষ ট্রান্সফারেন্সি মোডের সাথে ডুয়াল মাইক নয়েজ রিডাকশন টেকনোলজি, যা ব্যবহারকারীকে স্বচ্ছ লিসেনিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১২ এমএম ড্রাইভার। চলুন দেখে নেওয়া যাক নতুন Honor Choice Earbuds X ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Honor Choice Earbuds X ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে অনর চয়েজ ইয়ারবাডস এক্স ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। ই-কমার্স সাইট অ্যামাজনে গ্লেসিয়ার হোয়াইট এবং নাইট ব্লাক এই দুটি কালার অপশনে ক্রেতারা পেয়ে যাবেন নতুন ইয়ারফোনটি।
Honor Choice Earbuds X ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত অনর চয়েস ইয়ারবাডস এক্স ইয়ারফোনটি সেমি ইন ইয়ার ডিজাইনে এসেছে। এতে সিলিকনের ইয়ার টিপ অনুপস্থিত। কিন্তু ইয়ারফোনটি দেখতে একেবারে অ্যাপল এয়ারপডের মত। সেইসঙ্গে ব্যবহারকারী এর স্টেমে ট্যাপ করে ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
অন্যদিকে, নয়া ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ১২ এমএম বায়ো ডায়াফ্রাম ড্রাইভার, যা গভীর বেস উৎপন্ন করতে সক্ষম। শুধু তাই নয়, এতে থাকছে ট্রান্সফারেন্সি মোড এবং ডুয়েল মাইক রিডাকশন টেকনোলজি। উপরন্তু ইয়ারফোনটিতে গেমিংয়ের জন্য ১২৫ এমএস লো ল্যাটেন্সি উপলব্ধ। সেইসঙ্গে এতে ওয়েক আপ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার সাপোর্ট করবে।
তাছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Honor Choice Earbuds X ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ৫০০এমএএইচ এবং এর প্রত্যেকটি বাডে রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ২৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX4 রেটিং সহ এসেছে।