Apple AirPods Pro এর জনপ্রিয়তায় থাবা বসাতে ভারতে আসছে Honor Choice Earbuds X5

অনর শীঘ্রই ভারতে আনতে চলেছে Honor X9b স্মার্টফোন। ইতিমধ্যেই এর আনবক্সিং ও ড্রপ টেস্ট ভিডিও সামনে এসেছে। এখন আবার অনরের সিইও মাধব শেঠ নিশ্চিত করেছেন…

অনর শীঘ্রই ভারতে আনতে চলেছে Honor X9b স্মার্টফোন। ইতিমধ্যেই এর আনবক্সিং ও ড্রপ টেস্ট ভিডিও সামনে এসেছে। এখন আবার অনরের সিইও মাধব শেঠ নিশ্চিত করেছেন যে, এই ফোনের সাথেই তারা ভারতে লঞ্চ করতে চলেছে Honor Choice Earbuds X5। উল্লেখ্য, কিছুদিন আগেই এই ইয়ারবাডটি চীনে লঞ্চ হয়েছিল। এটি দেখতে অনেকটা Apple AirPods Pro এর মতো।

Honor Choice Earbuds X5 আসছে ভারতে

মাধব শেঠ সম্প্রতি একটি টিজারে নতুন ইয়ারবাড ভারতে লঞ্চ করার বিষয়ে জানিয়েছে। এই টিজার থেকে জানা গেছে যে, অনর চয়েস ইয়ারবাডস এক্স৫ এর চার্জিং কেসে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। আবার এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সাপোর্ট করবে। আসুন এর অন্যান্য স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ড্রাইভার: ১৩.৪ মিমি মুভিং কয়েল লাউডস্পিকার।

কানেক্টিভিটি: ব্লুটুথ ৫.৩, পপ-আপ পেয়ার, মাল্টি-ডিভাইস সমর্থন।

কন্ট্রোল: টাচ নিয়ন্ত্রণ, ডাবল-ট্যাপ, ট্রিপল-ট্যাপ।

ফিচারের: প্রক্সিমিটি ডিসকভারি, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি, এএনসি, ইকিউ সাউন্ড এফেক্টস, লো ল্যাটেন্সি, ফাইন্ড মাই ইয়ারফোন।

সেন্সর: ক্যাপ সেন্সর, হল সেন্সর।

ব্যাটারি ও চার্জিং: ৫৫ এমএএইচ (ইয়ারবাড), ৪১০ এমএএইচ (চার্জিং কেস), এএসি (ইয়ারবাড) সহ ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ, এএসি (চার্জিং কেস) সহ ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ, ইউএসবি টাইপ সি পোর্ট, ১.৫ ঘণ্টায় ০ থেকে ১০০ চার্জ।

অন্যান্য: আইপি৫৪ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং।