DJ-র মতো সাউন্ড সহ ৪০ ঘন্টা ব্যাটারি লাইফ, Lava লঞ্চ করল নতুন নেকব্যান্ড
লাভা আজ ভারতে Lava ProBuds N32 নেকব্যান্ড লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে হাজার টাকার কাছাকাছি। লাভার তরফে দাবি করা...লাভা আজ ভারতে Lava ProBuds N32 নেকব্যান্ড লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে হাজার টাকার কাছাকাছি। লাভার তরফে দাবি করা হয়েছে, তাদের এই নেকব্যান্ড DJ-এর মতো সাউন্ড দেবে। আর এই ইয়ারফোনে আছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার। চলুন Lava ProBuds N32 নেকব্যান্ডের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Lava ProBuds N32 এর দাম
ভারতে লাভা প্রোবাডস এন৩২ এর দাম রাখা হয়েছে ১,০৯৯ টাকা। আজ থেকেই সারা দেশে লাভা ইন্ডিয়ার ই-স্টোর থেকে নেকব্যান্ডটি পাওয়া যাবে। এটি প্যান্থার ব্ল্যাক, ফায়ারফ্লাই গ্রিন এবং কাই অরেঞ্জ কালারে এসেছে।
১ হাজার টাকার রেঞ্জে Lava ProBuds N32 নেকব্যান্ড কি ভালো হবে দেখুন ফিচার
লাভা প্রোবাডস এন৩২ নেকব্যান্ডে ১০মিমি ড্রাইভার রয়েছে, যা দুর্দান্ত বেস অফার করবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আর এতে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি) ফিচার থাকায় কোলাহলপূর্ণ পরিবেশেও ফোন কল করা যাবে।
আরও পড়ুন: Microsoft 365 Down: জুলাইয়ের পর ফের বিশ্বজুড়ে অচল হয়ে পড়ল মাইক্রোসফটের বিভিন্ন পরিষেবা
এদিকে Lava ProBuds N32 নেকব্যান্ডে প্রিমিয়াম সিলিকন উপস্থিত, আর এর ওজন হালকা। এতে ডুয়াল ডিভাইস পেয়ারিং ফিচারও সাপোর্ট করবে। আবার জল এবং ঘাম লেগে যাতে নেখব্যান্ডটি নষ্ট না হয় সেজন্য একে আইপিএক্স৭ রেটিং সহ আনা হয়েছে।
আরও পড়ুন: পালসার-অ্যাপাচিকে টেক্কা দিয়ে বাজার দখলে আসছে নতুন Electric Bike, লঞ্চ 17 সেপ্টেম্বর
ব্যাটারি লাইফের কথা বললে, এই নেকব্যান্ড ফুল চার্জে ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। লাভা জানিয়েছে, এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যার ফলে এটি ১০ মিনিট চার্জে ১২ ঘণ্টা চলবে।