জল লাগলে নষ্ট হবে না, Lava Probuds T24 ইয়ারবাড মাত্র 1299 টাকায় 45 ঘন্টা ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল

লাভা প্রোবাডস T24 এর দাম 1,299 টাকা রাখা হয়েছে এবং লাভার ই-স্টোর সহ সারা দেশের বিভিন্ন অফলাইন আউটলেট থেকে এটি কেনা যাবে। Lava Probuds T24 ইয়ারবাডটি হার্ব গ্রিন, ভেনম ব্ল্যাক, ডোপ ব্লু, ট্রিপি ম্যাকাও এবং স্নেক হোয়াইটের মতো কালারে পাওয়া যায়।

Admin Techgup 5 Dec 2024 9:21 PM IST

আপনি যদি কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড খোঁজ করে থাকেন, তাহলে সুখবর। আজ Lava Probuds T24 ভারতে লঞ্চ হয়েছে‌‌। এটি একটি সাশ্রয়ী মূল্যের TWS। এটি পাঁচটি সুন্দর কালারে পাওয়া যাবে। এই ইয়ারবাড এবং এর চার্জিং কেসে ক্রোম কালার ব্যবহার করা হয়েছে। লাভা দাবি করেছে যে, সম্পূর্ণ চার্জে ইয়ারবাডটি 45 ঘন্টা পর্যন্ত চলবে। চলুন Lava Probuds T24 এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Lava Probuds T24 এর দাম কত?

লাভা প্রোবাডস T24 এর দাম 1,299 টাকা রাখা হয়েছে এবং লাভার ই-স্টোর সহ সারা দেশের বিভিন্ন অফলাইন আউটলেট থেকে এটি কেনা যাবে। এই ইয়ারবাডটি হার্ব গ্রিন, ভেনম ব্ল্যাক, ডোপ ব্লু, ট্রিপি ম্যাকাও এবং স্নেক হোয়াইটের মতো কালারে পাওয়া যায়। লাভার তরফে জানানো হয়েছে, প্রোবাডস T24 দুটি ধাপে পাওয়া যাবে। আজ থেকে ই-স্টোরে ব্ল্যাক এবং ব্লু ভ্যারিয়েন্টে এটি পাওয়া যাবে এবং অন্যান্য কালার ভ্যারিয়েন্টগুলি 6 ডিসেম্বর থেকে কেনা যাবে।

Lava Probuds T24 এর বেসিক স্পেসিফিকেশন

লাভা প্রোবাডস T24 ইয়ারবাডে 10 মিমি ড্রাইভার এবং উচ্চ-বেসযুক্ত পলিউরেথেন ডায়াফ্রাম স্পিকার রয়েছে। ইজি পেয়ারিং এবং ডুয়েল ডিভাইস কানেক্টিভিটির জন্য ইয়ারবাডে ব্লুটুথ 5.4 কানেক্টিভিটি সাপোর্ট করে। লাভা দাবি করেছে যে এর ব্লুটুথ কানেকশনের পরিসীমা 10 মিটার পর্যন্ত।

লাভা প্রোবাডস T24 গেমারদের জন্যেও আদর্শ হবে, এটি 35ms লো ল্যাটেন্সি রেট অফার করবে এবং এতে কোয়াড-মাইক ইএনসি (এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন) সাপোর্ট করে। এই ইয়ারবাডে সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে।

ব্যাটরির কথা বললে, এই ইয়ারবাড 470 এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। আবার এর কেসের মাধ্যমে 45 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। চার্জিংয়ের জন্য কেসে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে, যাতে ফাস্ট চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করবে। সংস্থার তরফে জানানো হয়েছে, মাত্র ১০ মিনিট চার্জ দিলেই ১৫০ মিনিট পর্যন্ত চলবে এই ইয়ারবাড। ধুলো এবং জল থেকে সুরক্ষা দিতে এই ইয়ারবাড আইপিএক্স4 রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story