দুর্দান্ত সাউন্ড, মাত্র 899 টাকায় বাজারে এল MIVI Duopods A450 ইয়ারবাড
অডিও ডিভাইস প্রস্তুতকারী ভারতীয় সংস্থা MIVI বাজারে আনলো তাদের নতুন ইয়ারবাড, যার নাম MIVI Duopods A450। এতে রয়েছে...অডিও ডিভাইস প্রস্তুতকারী ভারতীয় সংস্থা MIVI বাজারে আনলো তাদের নতুন ইয়ারবাড, যার নাম MIVI Duopods A450। এতে রয়েছে ডুয়াল টোন ডিজাইনের পাশাপাশি ১৩ এমএম ড্রাইভার, এএনসি ফিচার এবং দীর্ঘ ৪৫ ঘন্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন MIVI Duopods A450 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
MIVI Duopods A450-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে নবাগত MIVI Duopods A450 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। এটি এলিগেন্ট ডুয়ালটন ডিজাইনে ব্ল্যাক, ব্লু এবং গ্রিন কালার ভ্যারিয়েন্টে এসেছে। আর ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।
MIVI Duopods A450-এর ফিচার ও স্পেসিফিকেশন
নবাগত MIVI Duopods A450 ইয়ারবাড ১৩ এমএম ড্রাইভার সহ এসেছে যা দুর্দান্ত বেস এক্সপেরিয়েন্স প্রদান করার প্রতিশ্রুতি দেয়। তাছাড়া এতে থাকছে এইচডি কোয়ালিটির সাউন্ড সম্বলিত এআই এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা আবার বাইরের যে কোনো আওয়াজ এড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, এতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ও ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।
এবার আসা যাক MIVI Duopods A450 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৪৫ ঘণ্টা একটানা প্লে টাইম অফার করতে পারবে এবং এর প্রত্যেকটি ইয়ারবাড সাড়ে ৮ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। আর ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ৫০০ মিনিট পর্যন্ত চলবে।