ঘর হবে সিনেমাহল Mivi Fort S200 সাউন্ডবার সিনেম্যাটিক সাউন্ড ফিচার সহ লঞ্চ হল
দেশীয় অডিও ইলেক্ট্রনিক ব্র্যান্ড Mivi ভারতীয় বাজারে নিয়ে আসল তাদের নতুন Fort S200 অডিও ডিভাইস। নতুন এই 'মেড ইন...দেশীয় অডিও ইলেক্ট্রনিক ব্র্যান্ড Mivi ভারতীয় বাজারে নিয়ে আসল তাদের নতুন Fort S200 অডিও ডিভাইস। নতুন এই 'মেড ইন ইন্ডিয়া' সাউন্ডবার লঞ্চের মাধ্যমে সংস্থাটি তাদের অডিও রেঞ্জ পোর্টফোলিওকে আরও সম্প্রসারিত করল। তাছাড়া বাজেট রেঞ্জের এই সাউন্ডবারে রয়েছে একগুচ্ছ উন্নত মানের ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Mivi Fort S200 অডিও ডিভাইসটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Mivi Fort S200 এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ব্ল্যাক কালারের মিভি ফোর্ট এস২০০ অডিও ডিভাইসটির দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। যদিও বর্তমানে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে দিওয়ালি সেলের অংশ হিসাবে এবং বিশেষ প্রারম্ভিক অফারে ডিভাইসটি পাওয়া যাচ্ছে ৬,৯৯৯ টাকায়।
Mivi Fort S200 অডিও ডিভাইসটির স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত মিভি ফোর্ট এস২০০ অডিও ডিভাইসটি একটি সাবউফার এবং একটি সাউন্ডবারের সাথে এসেছে। একে সহজেই টিভির সাথে ইউএসবি এইউএক্স, অপ্টিমাম, এসএইচডিএমআই কিংবা ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করা যাবে। তাছাড়া মেটাল গ্রিল সহ স্লিক ডিজাইনের এই অডিও ডিভাইসটির পরিমাপ ৮৯.৫x১১x৮ সেন্টিমিটার।
অন্যদিকে, এর সাবউফার এবং একটি সাউন্ডবার উভয়ে ব্যবহৃত হয়েছে চারটি ড্রাইভার ইউনিট। তাছাড়া এতে রয়েছে ২.১ চ্যানেল আউটপুট। শুধু তাই নয়, সিনেম্যাটিক সাউন্ড এবং উন্নত মানের লিসনিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এটি ২০০ ওয়াট সাউন্ড আউটপুট সরবরাহ করতে সক্ষম। তদুপরি অডিও ডিভাইসটিতে চারটি ইকুলাইজার মোড যেমন, মিউজিক, মুভি, নিউজ এবং থ্রিডি মোড উপলব্ধ। যা ব্যবহারকারী টিভি দেখার সময় কিংবা গান শোনার সময় নিজের পছন্দমতো পরিবর্তন করে নিতে পারবেন।
তদুপরি Mivi Fort S200 অডিও ডিভাইসে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.১, যার রেঞ্জ ১০ মিটার পর্যন্ত বিস্তৃত। তাছাড়া এর সঙ্গে দেওয়া বান্ডেল রিমোটের মাধ্যমে অডিও ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।