চমৎকার সাউন্ড ও দীর্ঘ ব্যাটারি সহ Moto Buds+ ও Moto Buds ভারতে লঞ্চ হল

বিশ্ববাজারে লঞ্চের এক মাস পর ভারতীয় বাজারে পা রাখল Moto Buds+ এবং Moto Buds ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। উভয় ইয়ারফোনেই রয়েছে এএনসি ফিচার, হাই রেস…

বিশ্ববাজারে লঞ্চের এক মাস পর ভারতীয় বাজারে পা রাখল Moto Buds+ এবং Moto Buds ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। উভয় ইয়ারফোনেই রয়েছে এএনসি ফিচার, হাই রেস অডিও এবং মোটো বাড প্লাস ইয়ারফোনটি বোস সাউন্ড সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক Moto Buds+ এবং Moto Buds ইয়ারফোন দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Moto Buds+ এবং Moto Buds-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Moto Buds+ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে 9,999 টাকা এবং Moto Buds ইয়ারফোনের দাম থাকছে 4,999 টাকা। বর্তমানে বিশেষ অফারে Moto Buds+ ইয়ারফোনটি পাওয়া যাবে 7,999 টাকায় এবং Moto Buds ইয়ারফোন কিনতে খরচ হবে 3,999 টাকা। এই বিশেষ অফার পাওয়া যাবে একমাত্র ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আগামী ১৫মে থেকে।

Moto Buds+ ইয়ারফোনটি ক্রেতারা পাবেন ফরেস্ট গ্রে এবং বিচ স্যান্ড এই দুটি কালার অপশনে। আর Moto Buds ইয়ারফোন স্টার লাইট ব্লু, গ্লেসিয়ার ব্লু এবং কোরাল পিচ কালার অপশনে এসেছে।

Moto Buds+ এবং Moto Buds-এর স্পেসিফিকেশন ও ফিচার

Moto Buds+ ইয়ারফোনটি প্রিমিয়াম ফিচার অফার করছে। এর মধ্যে থাকছে 11 এমএম উফার ও 6 এমএম টুইটার সহ ডুয়াল ডায়নামিক ড্রাইভার। তাছাড়া আগেই বলা হয়েছে হেয়ারেবলটিতে বোস সাউন্ড সাপোর্ট করবে। সেই সঙ্গে এতে থাকছে হাই রেস অডিও এবং ডলবি হেড ট্র্যাকার। আর এই ইয়ারফোনটি এলএইচডিসি 5.0, এএসি, এসবিসি এবং এলসি৩ অডিও কোডেক সাপোর্ট সহ এসেছে।

অন্যদিকে Moto Buds+ ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন টেকনোলজি যা 45 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ এড়াতে সক্ষম। এই ইয়ারফোনে ব্লুটুথ 5.3 সাপোর্ট করবে। আবার মোটো বাড অ্যাপের মাধ্যমে ইয়ারফোনটির ইকুইলাইজার পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করা যাবে। তদুপরি ইয়ারফোনটির প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে তিনটি মাইক্রোফোন সিস্টেম।

এবার আসা যাক Moto Buds+ ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এএনসি ফিচার চালু থাকলে এর প্রত্যেকটি ইয়ারবাড 8 ঘণ্টা পর্যন্ত এবং এএনসি ফিচার বন্ধ থাকলে এটি অতিরিক্ত 30 ঘণ্টা পর্যন্ত চলবে। আবার চার্জিং কেস সমেত ইয়ারফোনটি মোট 38 ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এমনকি ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র 10 মিনিট চার্জে এটি 3 ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।

Moto Buds ইয়ারফোনে রয়েছে 12.4 এমএম ডায়নামিক ড্রাইভার। এটি ডলবি অডিও সার্টিফিকেশন যুক্ত এবং হাই রেস অডিও সহ এসেছে। আবার চারপাশের আওয়াজ এড়ানোর জন্য এতে থাকছে 50 ডেসিবেল এএনসি ফিচার এবং অ্যাডাপটিভ, নয়েজ ক্যান্সেলেশন ও ট্রান্সফারেন্সি এই তিনটি নয়েজ ক্যান্সলেশন মোড।

শুধু তাই নয়, নয়া ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশনের জন্য তিনটি মাইক সেটআপ বর্তমান। আর এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ব্লুটুথ 5.3। ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে এটি 33 ঘণ্টা এবং এএনসি ফিচার চালু থাকলে 9 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি 10 মিনিট চার্জে ডিভাইসটি 2 ঘণ্টা পর্যন্ত চলবে।