1400 টাকার কমে Noise Aura Buds ইয়ারবাড ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে 60 ঘন্টা

Noise-র নতুন Aura Buds ইয়ারবাড ভারতে লঞ্চ হল। দীর্ঘ ব্যাটারি লাইফ সহ আসা নতুন এই ইয়ারফোনে রয়েছে ১২ এমএম পলিমার কম্পোজিট ড্রাইভার, দীর্ঘ ৬০ ঘণ্টার…

Noise-র নতুন Aura Buds ইয়ারবাড ভারতে লঞ্চ হল। দীর্ঘ ব্যাটারি লাইফ সহ আসা নতুন এই ইয়ারফোনে রয়েছে ১২ এমএম পলিমার কম্পোজিট ড্রাইভার, দীর্ঘ ৬০ ঘণ্টার ব্যাটারি লাইফ এবং ডুয়াল কানেক্টিভিটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Aura Buds ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Aura Buds- এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise Aura Buds ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৩৯৯ টাকা। এটি ওরা হোয়াইট, ওরা ব্লু এবং ওরা ব্ল্যাক কালার অপশনে এসেছে। আগামী ২৩ নভেম্বর থেকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে ইয়ারবাডটি।

Noise Aura Buds- এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise Aura Buds ইয়ারবাড ডায়াগোনাল স্ট্রাইপস এবং সিলিকন ইয়ারটিপ সহ স্টেম লাইক ডিজাইনে এসেছে। ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে ইয়ারফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে থাকছে ১২ এমএম পলিমিটার কম্পোজিট ড্রাইভার। তাছাড়া ক্লিয়ার কোয়ালিটির ভয়েস সরবরাহ করার জন্য ইয়ারফোনটিতে কোয়াড মাইক এনভায়রনমেন্ট ক্যানসেলেশন ফিচার উপলব্ধ। আবার গেমারদের জন্য এতে রয়েছে ৫০ এমএস লো ল্যাটেন্সি মোড। এখানেই শেষ নয়, নতুন এই ইয়ারফোনে হাইপারসিঙ্ক কানেকশন টেকনোলজি সাপোর্ট করবে। উপরন্তু ব্লুটুথ ৫.৩ ভার্সনের মাধ্যমে ইয়ারফোনটিকে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা সম্ভব।

এবার আসা যাক Noise Aura Buds ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পেবল শেপের স্টোরেজ কেস সহ আসা নতুন এই ইয়ারফোনটি একবার চার্জে চার্জিং কেস সহ ৬০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৫০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জলের ছিঁটে ও ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য এই ইয়ারফোনে দেওয়া হয়েছে IPX5 রেটিং।