গেমারদের জন্য পারফেক্ট চয়েস, Noise Buds Combat X দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ভারতে লঞ্চ হল, দাম নাগালের মধ্যে

ভারতে লঞ্চ হল দেশীয় সংস্থা Noise-র নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Noise Buds Combat X। Combat এবং Combat...
techgup 7 Jan 2024 10:16 AM IST

ভারতে লঞ্চ হল দেশীয় সংস্থা Noise-র নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Noise Buds Combat X। Combat এবং Combat Z ইয়ারবাডের পর এটি Combat সিরিজের নতুন সংযোজন। গেমপ্রেমীদের জন্য উপযুক্ত এই ইয়ারবাডে থাকছে ৫০ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Buds Combat X ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Buds Combat X-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise Buds Combat X ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। এটি শ্যাডো গ্রে, থান্ডার ব্লু, কোভার্ট হোয়াইট এবং স্টিল্থ ব্ল্যাক কালার অপশনগুলিতে পাওয়া যাবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

Noise Buds Combat X-এর স্পেসিফিকেশন ও ফিচার

নয়া Noise Buds Combat X ইয়ারবাডটি স্টেমসহ ডুয়াল টোন ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর এর স্টেমে থাকছে আরজিবি লাইট এবং এর চার্জিং কেসটি বর্গাকার। আগেই বলেছি ইয়ারফোনটি গেমপ্রেমীদের জন্য উপযুক্ত। কারণ অডিও ডিভাইসটিতে রয়েছে ১০ এমএম ড্রাইভার, যা উচ্চমানের সাউন্ড কোয়ালিটি অফার করবে এবং ৫০ এমএস লো ল্যাটেন্সি গেমিং মোড সাপোর্ট করে। সেই সঙ্গে হেয়ারেবেলটিতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশনের জন্য কোয়াড মাইক্রোফোন।

এখানেই শেষ নয়! হাইপারসিঙ্ক টেকনোলজির সাথে নয়া ইয়ারফোনে ব্লুটুথ ৫.৩ উপলব্ধ। এবার আসা যাক Noise Buds Combat X ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৬০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার মাত্র ১০ মিনিট চার্জে এটি ১৮০ মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IP5X রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story