Noise লঞ্চ করল নতুন ইয়ারবাডস, এত কম দামে নয়েজ ক্যান্সলেশন ফিচার

গত সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করেছে দেশীয় সংস্থা Noise-র নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও গেমিং ইয়ারফোন। আজ আবার ব্র্যান্ডটি তাদের ইয়ারবাড রেঞ্জকে সম্প্রসারিত করার জন্য নিয়ে আসলো…

গত সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করেছে দেশীয় সংস্থা Noise-র নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও গেমিং ইয়ারফোন। আজ আবার ব্র্যান্ডটি তাদের ইয়ারবাড রেঞ্জকে সম্প্রসারিত করার জন্য নিয়ে আসলো নতুন Noise Buds VS102 Pro। নতুন এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের আকর্ষণীয় ফিচার হল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন মোড। তাছাড়া যথেষ্ট সাশ্রয়ী মূল্যে বাজারে এসেছে এটি। তাই বাজার চলতি অন্যান্য নামিদামি কোম্পানি ইয়ারফোনের সঙ্গে এটি প্রতিযোগিতায় নামতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Buds VS102 Pro ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Buds VS102 Pro ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ বাডস ভিএস ১০২ প্রো ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯ টাকা। জেট ব্ল্যাক, কাম বেইজ ,ওউরা গ্রিন এবং গ্লেসিয়ার ব্লু, এই চারটি কালার অপশনে উপলব্ধ এটি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই অডিও ডিভাইস।

Noise Buds VS102 Pro ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজ বাডস ভিএস ১০২ প্রো ইয়ারফোনটি স্টেম এবং সিলিকন ইয়ারটিপ সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। এর স্টেমে স্পর্শ করে বিভিন্ন ফাংশনগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১১ এমএম ড্রাইভার ইউনিট। সেই সঙ্গে হেয়ারেবলটিতে নয়েজ ক্যান্সেলেশন মোড সাপোর্ট করবে, যা ২৫ ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ এড়াতে সক্ষম। আবার ইয়ারফোনটিতে একটি ট্রান্সপারেন্সি মোড উপলব্ধ, যার মাধ্যমে ব্যবহারকারী চারপাশের আওয়াজ সম্পর্কে সচেতন থাকবেন।

অন্যদিকে, বাডস ভিএস ১০২ প্রো ইয়ারফোন ৪০ এমএস লো ল্যাটেন্সি এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এছাড়া এতে রয়েছে হাইপারসিঙ্ক টেকনোলজি সহ ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।

এবার আলোচনা করা যাক Noise Buds VS102 Pro ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৪০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার এর প্রত্যেকটি ইয়ারবাড ৬ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। এমনকি ইয়ারফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য অডিও ডিভাইসটিতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন