Noise Buds VS404: কম দামে মনোরম সাউন্ডের ইয়ারফোন আনল নয়েজ, দেখে নিন ফিচার্স

ভারতে নিজেদের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের বাজার সম্প্রসারিত করার জন্য দেশীয় সংস্থা Noise লঞ্চ করল নতুন Noise Buds VS404 ইয়ারবাড। সাশ্রয়ী মূল্যে আসলেও ইয়ারফোনটি দীর্ঘ…

ভারতে নিজেদের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের বাজার সম্প্রসারিত করার জন্য দেশীয় সংস্থা Noise লঞ্চ করল নতুন Noise Buds VS404 ইয়ারবাড। সাশ্রয়ী মূল্যে আসলেও ইয়ারফোনটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। সেই সঙ্গে এতে পাওয়া যাবে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Buds VS404 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise Buds VS404 ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজ বাডস ভিএস ৪০৪ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। জেট ব্ল্যাক, স্নো হোয়াইট এবং ফরেস্ট গ্রিন কালার অপশনে উপলব্ধ নতুন এই ইয়ারফোন। উল্লেখ্য, কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রেতারা কিনে নিতে পারবেন ইয়ারফোনটি।

Noise Buds VS404 ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজ বাডস ভিএস ৪০৪ ইয়ারবাডটি স্টেম সহ ইন-ইয়ার ডিজাইন এবং সিলিকন ইয়ার টিপের সাথে এসেছে। আর এই স্টেমে স্পর্শ করে ব্যবহারকারী ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার ইউনিট, যা শক্তিশালী বেস সরবরাহের জন্য এএসি অডিও কোডেক সাপোর্ট করবে। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সলেশন মোড উপলব্ধ। এর জন্য ইয়ারফোনে রয়েছে কোয়াড মাইক।

অন্যদিকে, ইয়ারফোনটিতে ইউজাররা পাবেন তিনটি ইকুইলাইজার মোড। এগুলি হল বেস, গেমিং এবং নর্মাল। সঙ্গে ইয়ারফোনটি সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

তদুপরি Noise Buds VS404 ইয়ারবাডে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। সাথে থাকছে হাইপারসিঙ্ক টেকনোলজি। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি চার্জিং কেস সমেত ৪২ ঘণ্টা এবং এর প্রত্যেকটি ইয়ারবাড ৮ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ২০০ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে IPX5 রেটিং দেওয়া হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন