দুর্দান্ত সাউন্ড পহ OnePlus Buds Ace 2 ইয়ারবাডস লঞ্চ হল, 10 মিনিটের চার্জে চলবে 11 ঘন্টা

ওয়ানপ্লাস বাডস এস 2 এর দাম 169 ইউয়ান (প্রায় 1970 টাকা) রাখা হলেও বর্তমানে এটি 159 ইউয়ান (প্রায় ১৮৫০ রুপি) মূল্যে পাওয়া যাবে। আসুন এর বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Ankita Mondal 27 Dec 2024 12:36 AM IST

ওয়ানপ্লাস আজ OnePlus Ace 5 স্মার্টফোন সিরিজের সাথে তাদের নতুন ইয়ারবাডস OnePlus Buds Ace 2 লঞ্চ করেছে। ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে। সংস্থাটি বলছে, মাত্র 10 মিনিট চার্জ দিলে এটি পুরো 11 ঘণ্টা গান শুনতে দেবে। এটি 43 ঘন্টা পর্যন্ত মোট ব্যাটারি লাইফ অফার করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।

OnePlus Buds Ace 2 এর দাম

চীনে ওয়ানপ্লাস বাডস এস 2 এর দাম 169 ইউয়ান (প্রায় 1970 টাকা) রাখা হলেও বর্তমানে এটি 159 ইউয়ান (প্রায় ১৮৫০ রুপি) মূল্যে পাওয়া যাবে। আসুন এর বিশেষত্ব জেনে নেওয়া যাক।

OnePlus Buds Ace 2 এর ফিচার

ওয়ানপ্লাস বাডস এস 2 লাইটওয়েট (প্রতিটি বাড 4.2 গ্রাম) ডিজাইন সহ এসেছে। এর মাধ্যমে দুর্দান্ত অডিও অভিজ্ঞতা পাওয়া যাবে। সাবমেরিন ব্ল্যাক এবং শ্যাডো গ্রিন এই দুটি কালারে ইয়ারবাডসটি লঞ্চ হয়েছে। এতে 12.4 মিমি ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যা বাসওয়েভ 2.0 প্রযুক্তির সাপোর্ট সহ ডিপ বেস অফার করবে।

এতে 10 লেভেল পর্যন্ত বেস অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করবে, যাতে ব্যবহারকারীরা প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারবে। ইয়ারবাডসটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের (এএনসি) পাশাপাশি ডুয়াল-মাইক্রোফোন এআই নয়েজ রিডাকশন সাপোর্ট সহ এসেছে, যা কোলাহলপূর্ণ পরিবেশেও স্পষ্ট ভয়েস কল শুনতে দেবে। এতে অ্যাম্বিয়েন্ট ট্রান্সপারেন্সি মোডও রয়েছে।

এদিকে OnePlus Buds Ace 2 ইয়ারবাডস টিইউভি রাইনল্যান্ড দ্বারা সার্টিফায়েড, ফলে এটি যথেষ্ট মজবুত হবে। জানা গেছে এটি 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20,000 এরও বেশি ঢাকনা খোলা, চার্জিং কেসের জন্য 1.5 মিটার ড্রপ টেস্ট এবং বাডের জন্য 1.8 মিটার ড্রপ টেস্ট পরীক্ষায় সফল হয়েছে।

OnePlus Buds Ace 2 দীর্ঘ ব্যাটারি লাইফও অফার করবে। সংস্থার দাবি, কেসের মাধ্যমে মোট 43 ঘণ্টা প্লেব্যাক টাইম (যখন নয়েজ ক্যানসেলেশন বন্ধ থাকে) পাওয়া যাবে। এছাড়া এতে ফাস্ট চার্জিং সাপোর্টও করবে। মাত্র 10 মিনিট চার্জ দিলে টানা 11 ঘণ্টা গান শোনা যাবে। এর প্রতিটি বাডে 58mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিং কেসে পাওয়া যাবে 440mAh ব্যাটারি। ডিভাইসটি ব্লুটুথ 5.4 কানেক্টিভিটি এবং 47 এমএস লো ল্যাটেন্সি মোড সহ এসেছে। আর OnePlus Buds Ace 2 ইয়ারবাডস IP55 রেটিং প্রাপ্ত, ফলে জল ও ধুলো থেকে এটি সুরক্ষিত থাকবে।

Show Full Article
Next Story