অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে আসছে OnePlus Buds Pro 2 ইয়ারবাডস, ফাঁস হল রেন্ডার
আগামী সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 11 স্মার্টফোন এবং Buds Pro 2 ইয়ারফোন। এর মধ্যে Buds Pro 2 ইয়ারফোনটি গত...আগামী সপ্তাহে চীনে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 11 স্মার্টফোন এবং Buds Pro 2 ইয়ারফোন। এর মধ্যে Buds Pro 2 ইয়ারফোনটি গত বছর লঞ্চ হওয়া Buds Pro ইয়ারফোনের উত্তরসূরী। সংস্থাটি নিশ্চিত করেছে, আপকামিং ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি এর পূর্বসূরীর মত ডিজাইন সহ আসছে। উপরন্তু ইয়ারফোনটিতে থাকবে ডলবি অডিও এবং স্প্যাসিয়াল অডিও সাপোর্ট।
এখন আবার লঞ্চের ঠিক কয়েকদিন আগে, জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাশ আপকামিং ইয়ারফোনের অফিসিয়াল মার্কেটিং রেন্ডার ফাঁস করলেন। যেখানে ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারফোনটির ডিজাইন, চার্জিং কেস এবং প্যাকিং বক্সের একটি ঝলক দেখা গেছে। তাছাড়া এর আগের রিপোর্টে ইয়ারফোনটির ফিচার সংক্রান্ত কিছু তথ্য সামনে এসেছে। চলুন OnePlus Buds Pro 2 ইয়ারফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
OnePlus Buds Pro 2 ইয়ারফোনের ডিজাইন
কিছুদিন আগেই সংস্থার তরফে নিশ্চিত করা হয় যে, আসন্ন ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারফোনটি তার পূর্বসূরী মত একই রকমের দেখতে। এবার অফিসিয়াল রেন্ডার প্রকাশিত হওয়ায় এর সত্যতা প্রতিষ্ঠিত হল অর্থাৎ বাডস প্রো-র মত নতুন ইয়ারফোনটি সেমি ইন-ইয়ার স্টেম লাইক ডিজাইনে আসছে। আবার এর ডুয়াল টোন স্টেমের উপরের অংশটি ম্যাট ফিনিস এবং এর নিচের অংশ গ্লসি। তাছাড়া কানে শক্তভাবে আটকে থাকার জন্য এতে থাকছে বাঁকানো ডিজাইন এবং ইয়ারটিপ।
অন্যদিকে, প্রকাশিত রেন্ডারে দেখা যাচ্ছে, নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটির চার্জিং কেসটি আয়তক্ষেত্রকার শেপের এবং চার্জিং কেসের ওপরে ব্যাটারি লাইফ বোঝার জন্য রয়েছে এলইডি ইন্ডিকেটর। শুধু তাই নয়, এর চার্জিং কেসে ইউএসবিসি টাইপ সি পোর্ট বর্তমান। উপরন্তু ইয়ারফোনটির প্যাকিং বাক্সে থাকবে দু জোড়া ভিন্ন মাপের সিলিকনের ইয়ারটিপ, ইউএসবি এ থেকে ইউএসবি সি কেবল এবং ম্যানুয়াল।
এর আগের রিপোর্ট থেকে জানা গেছে, আসন্ন OnePlus Buds Pro 2 ইয়ারফোনে ব্যবহৃত হবে ১১ এমএম এবং ৬ এমএম ডুয়েল ড্রাইভার। এর সঙ্গে হেয়ারেবলটিতে ৪৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে।