সস্তা OnePlus Nord Buds 3 ইয়ারবাড কিনতে তৈরি তো? লঞ্চের আগেই ডিজাইন সহ ছবি প্রকাশ্যে
ওয়ানপ্লাস আগামী 17 সেপ্টেম্বর ভারতে OnePlus Nord Buds 3 লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে সংস্থার তরফ থেকে এই ইয়ারবাডের...ওয়ানপ্লাস আগামী 17 সেপ্টেম্বর ভারতে OnePlus Nord Buds 3 লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে সংস্থার তরফ থেকে এই ইয়ারবাডের বিভিন্ন ফিচার টিজ করা হচ্ছে। পাশাপাশি জানা গেছে এটি দুটি রঙে পাওয়া যাবে। আজ আবার এই অডিও ডিভাইসটির ছবি পোস্ট করা হয়েছে। যারপর স্পষ্ট এটি গত জুলাই মাসে লঞ্চ হওয়া OnePlus Nord Buds 3 Pro এর মতো দেখতে হবে।
ওয়ানপ্লাস ইন্ডিয়া প্রোডাক্ট পেজে OnePlus Nord Buds 3 এর ডিজাইন প্রকাশ করা হয়েছে। এখান থেকে জানা গেছে ডিভাইসটি হারমোনাক গ্রে শেডে পাওয়া যাবে। এছাড়াও এটি হোয়াইট কালারেও আসবে। টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, এই রঙের নাম রাখা হবে মেলোডিক হোয়াইট।
আবার এই ইয়ারবাডে ইন-ইয়ার ডিজাইন এবং সিলিকন ইয়ার টিপস পাওয়া যাবে। আর এর চার্জিং কেসে ওয়ানপ্লাস ব্র্যান্ডিং ছাড়াও এলইডি চার্জিং ইন্ডিকেটর দৃশ্যমান হবে। আর এতে ইউএসবি টাইপ-সি চার্জিংয় অপশন থাকবে। OnePlus Nord Buds 3 এর দাম 3,000 টাকার কম রাখা হতে পারে।
আরও পড়ুন : বাইক চালকদের জন্য সুখবর, কমবে দাম, প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
OnePlus Nord Buds 3 -এর ফিচার
ওয়ানপ্লাসের এই ইয়ারবাডে 32 ডিবি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) ফিচার সাপোর্ট করবে এবং এতে BassWave 2.0 প্রযুক্তি ব্যবহার করা হবে। টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, এই ওয়ানপ্লাস ইয়ারবাডে 12.4 মিমি টাইটানিয়াম ড্রাইভার থাকবে। আর এই ইয়ারবাডে গুগল ফাস্ট পেয়ার এবং ডুয়েল-ডিভাইস কানেক্টিভিট অপশন দেওয়া হবে। আবার ওয়ানপ্লাস নর্ড বাডস 3 ইয়ারবাডে 94 এমএস লো-ল্যাটেন্সি মোডসহ 43 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
আরও পড়ুন : কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে Realme 13 5G এবং Realme 13+ 5G ফোনের সেল, কোথা থেকে অফারে কিনবেন