ঘরকে বানান সিনেমা হল, বাজারে এল Philips এর দুর্দান্ত সাউন্ডবার, দেখে নিন দাম
ভারতে পা রাখলো Philips ব্র্যান্ডের নতুন Philips TAB4228 সাউন্ডবার। এটি 160 ওয়াট সাউন্ড আউটপুট এবং ব্লুটুথ 5.0...ভারতে পা রাখলো Philips ব্র্যান্ডের নতুন Philips TAB4228 সাউন্ডবার। এটি 160 ওয়াট সাউন্ড আউটপুট এবং ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি অফার করবে। ঘরে বসে ব্যবহারকারী এই অডিও ডিভাইসটির মাধ্যমে সম্পূর্ণ থিয়েটারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন Philips TAB4228 সাউন্ডবারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Philips TAB4228- এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Philips TAB4228 সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে 9,990 টাকা। এটি অফলাইন রিটেল স্টোর ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে।
Philips TAB4228-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Philips TAB4228 সাউন্ডবার সাব উফার সহ এসেছে। আর স্লিক ডিজাইনের এই ডিভাইসে থাকা 2.1 চ্যানেলের দ্বারা 160 ওয়াটের সাউন্ড উৎপন্ন হবে। এর এর সাব উফার তিনটি ইকুইজার মোড অফার করবে। ফলে ব্যবহারকারী এতে বিভিন্ন ধরনের সাউন্ড প্রোফাইল এক্সপেরিয়েন্স করতে পারবেন। শুধু তাই নয়, এই সাউন্ডবারের কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ব্লুটুথ 5.0, ইউএসবি, এইচডিএমআই (এআরসি) এবং এইউএক্স ইন।
Philips TAB4228 সাউন্ডবারের আয়তন হলো 6.5X 90X 6.7 সেন্টিমিটার এবং এর ওজন 6.2 কিলোগ্রাম। এতে সারাউন্ড সাউন্ড অপশন থাকায় ঘরে বসে ব্যবহারকারী ডিভাইসটির মাধ্যমে থিয়েটারের এক্সপেরিয়েন্স লাভ করতে পারবে।