গান শোনার আসল মজা নিন, Philips ভারতে আনল দুটি নতুন সাউন্ডবার
অডিও ডিভাইস প্রস্তুতকারী জনপ্রিয় সংস্থা Philips এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন দুটি সাউন্ডবার। এগুলি হল...অডিও ডিভাইস প্রস্তুতকারী জনপ্রিয় সংস্থা Philips এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন দুটি সাউন্ডবার। এগুলি হল Philips TAB8947 এবং Philips TAB7807। উভয় সাউন্ড বারই ওয়্যারলেস সাবউফার এবং ডলবি অ্যাটমস সাপোর্টসহ এসেছে। সংস্থাটি দাবি করেছে, ক্রিস্টাল ক্লিয়ার অডিও এবং উন্নততর সিনেমাটিক এক্সপেরিয়েন্সের সাথে গভীর বেস সরবরাহ করবে এর ওয়্যারলেস সাবউফারগুলি। চলুন দেখে নেওয়া যাক নতুন Philips TAB8947 এবং Philips TAB7807 সাউন্ডবার দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Philips TAB8947 ও Philips TAB7807 সাউন্ডবারের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Philips TAB8947 এবং Philips TAB7807 সাউন্ডবার দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৫,৯৯০ টাকা এবং ২৮,৯৯০ টাকা। উভয় সাউন্ডবারই দেশের জনপ্রিয় অনলাইন এবং অফলাইন স্টোরগুলিতে উপলব্ধ।
Philips TAB8947 ও Philips TAB7807 সাউন্ডবারের স্পেসিফিকেশন ও ফিচার
আগেই বলেছি সংস্থার নতুন দুটি সাউন্ডবারে থাকছে ওয়্যারলেস সাবউফার। এর মধ্যে Philips TAB8947 সাউন্ডবার ৩. ১.২ চ্যানেলের মাধ্যমে ক্রিস্টাল-ক্লিয়ার স্পিচ, বুমিং সাউন্ড এফেক্ট সরবরাহ করতে পারে। তাছাড়া এটি ডলবি অ্যাটমস সাপোর্ট সহ এসেছে। তার সঙ্গে ৩৩০ ওয়াটের এই সাউন্ডবারে রয়েছে ৩৬০ ডিগ্রী সাউন্ড এফেক্ট এবং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
অন্যদিকে, Philips TAB7807 সাউন্ডবারে দেওয়া হয়েছে ৮ ইঞ্চি ওয়্যারলেস পাওয়ারফুল উফার এবং ৩.১ চ্যানেল। তাছাড়া এই সাউন্ডবারটি থ্রিডি ভার্চুয়াল সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। শুধু তাই নয়, ৬২০ ওয়াট পাওয়ারের এই সাউন্ডবারে থাকছে ছটি ইন্টিগ্রেটেড ড্রাইভার। উপরন্তু এই অডিও ডিভাইসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারী ইকুইলাইজার মোড, বেস ট্রেবল এবং ভলিউম নিয়ন্ত্রণ করতে পারবেন।
এছাড়া Philips TAB8947 এবং Philips TAB7807 সাউন্ডবার দুটিতেই ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। তদুপরি সাউন্ডবার দুটির কানেক্টিভিটি অপশনে সামিল হয়েছে এইচডিএমআই ইন পোর্ট, এইচটিএমআই আউট পোর্ট, ইউএসবি প্লেব্যাক পোর্ট এবং ৩.৫ এমএম এইউএক্স ( শুধু PhilipsTAB8947 মডেলে )।