সহজে জামায় আটকে রাখা যাবে, Portronics আনল নয়া ডিজাইনের ব্লুটুথ ইয়ারবাড

ভারতে আত্মপ্রকাশ করল Portronics ব্যান্ডের নতুন অডিও ডিভাইস, যার নাম Portronics Harmonics Klip 5। ক্লিপ-অন ডিজাইনের এই...
techgup 18 April 2024 9:44 PM IST

ভারতে আত্মপ্রকাশ করল Portronics ব্যান্ডের নতুন অডিও ডিভাইস, যার নাম Portronics Harmonics Klip 5। ক্লিপ-অন ডিজাইনের এই ব্লুটুথ হ্যান্ডসেটে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, মাল্টি ফাংশন বাটন এবং দীর্ঘ 15 ঘণ্টার ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Portronics Harmonics Klip 5 অডিও ডিভাইসটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Portronics Harmonics Klip 5- এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Portronics Harmonics Klip 5 হেয়ারেবল ডিভাইসটির দাম ধার্য করা হয়েছে 1,749 টাকা। যদিও বর্তমানে ই- কমার্স সাইট অ্যামাজন থেকে আগ্রহী ক্রেতারা 1,599 টাকা মূল্যে এটি খরিদ করতে পারবেন। এর সাথে পাওয়া যাবে 12 মাসের ওয়্যারেন্টি।

Portronics Harmonics Klip 5- এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Portronics Harmonics Klip 5 ব্লুটুথ হ্যান্ডসেটটি ক্লিপ-অন ডিজাইনে এসেছে অর্থাৎ একে সহজেই ব্যবহারকারী তার জামার সাথে ক্লিপ দিয়ে আটকে রাখতে পারবেন। আর স্লিক ডিজাইনের এই ডিভাইসে থাকছে রিট্রাক্টেবল ইয়ারবাড অর্থাৎ এর ইয়ারবাডগুলি প্রয়োজন অনুসারে অতি সহজে খুলে রাখা বা কানে লাগানো সম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য, ডিভাইসটি ভাইব্রেশনের মাধ্যমে ব্যবহারকারীকে কল অ্যালার্ট দেবে। এমনকি চারপাশের আওয়াজ এড়িয়ে এটি ব্যবহারকারিকে স্বচ্ছ কল এক্সপিরিয়েন্স প্রদান করতেও সক্ষম।

অন্যদিকে, নয়া Portronics Harmonics Klip 5 ডিভাইসে রয়েছে 13 ইঞ্চি লম্বা ওয়্যার। আবার এর ওপরেই থাকছে ভলিউম, প্লে ব্যাক এবং কলিং নিয়ন্ত্রণের জন্য একাধিক বাটন। এখানেই শেষ নয়! ডিভাইসটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। আবার সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এটি 15 ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি Portronics Harmonics Klip 5 হেয়ারেবল ডিভাইসটিতে রয়েছে ডুয়াল ডিভাইস পেয়ারিং টেকনোলজি, ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য এলইডি ডিসপ্লে ও জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য IPX5 রেটিং।

Show Full Article
Next Story