ভালো সাউন্ডের নতুন ইয়ারবাড খোঁজ করছেন? Portronics Harmonics Twins 28 আপনার জন্য লঞ্চ হল

ভারতীয় বাজারে পা রাখল Portronics ব্র্যান্ডের নতুন অডিও ডিভাইস, যার নাম Portronics Harmonics Twins 28। সাশ্রয়ী মূল্যের...
techgup 28 March 2024 9:36 PM IST

ভারতীয় বাজারে পা রাখল Portronics ব্র্যান্ডের নতুন অডিও ডিভাইস, যার নাম Portronics Harmonics Twins 28। সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি একাধিক কালার অপশনে এসেছে। এতে রয়েছে এএনসি সাপোর্ট, লো ব্যাটারি লাইফ ওয়ার্নিং, ফাস্ট চার্জিং এবং আইপি রেটিং। চলুন দেখে নেওয়া যাক নতুন Portronics Harmonics Twins 28 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Portronics Harmonics Twins 28-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Portronics Harmonics Twins 28 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে 1,399 টাকা। এটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনে এসেছে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন ইয়ারফোনটি।

Portronics Harmonics Twins 28-এর ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত Portronics Harmonics Twins 28 ইয়ারবাড 13 এমএম ডায়নামিক ড্রাইভার এবং লো ল্যাটেন্সি টেকনোলজি সহ এসেছে, যা উন্নতমানের অডিও এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। তাছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাডের স্টেমে রয়েছে টাচ কন্ট্রোল সাপোর্ট। ফলে এর স্টেমে স্পর্শ করেই গান বন্ধ করা, চালানো কিংবা মিউজিক ট্র্যাক পরিবর্তন করা সম্ভব।

অন্যদিকে ইয়ারফোনটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ, যা 25 ডেসিবেল পর্যন্ত অ্যাম্বিয়েন্ট নয়েজ কমাতে পারবে। উপরন্তু এতে রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। যার ফলে ব্যবহারকারী স্বচ্ছ ভয়েস এক্সপেরিয়েন্স লাভ করতে পারবেন। এমনকি ইয়ারফোনটিতে চারটি মাইক্রোফোন বর্তমান।

এবার আসা যাক Portronics Harmonics Twins 28 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর চার্জিং কেসে দেওয়া হয়েছে 400 এমএইচ ব্যাটারি, যা 50 ঘন্টা পর্যন্ত টানা ইয়ারফোনকে থেকে সক্রিয় রাখবে। শুধু তাই নয়, এর চার্জিং কেসের ওপর রয়েছে এলইডি ডিসপ্লে।যার মাধ্যমে ব্যাটারিতে কতটা পাওয়ার আছে তা জানা সম্ভব। তদুপরি ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র 10 মিনিটের চার্জে এটি 120 মিনিট পর্যন্ত চলবে। এখানেই শেষ নয়! হেয়ারেবলটিতে রয়েছে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট। আবার জল, ঘাম হালকা বৃষ্টি থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।

Show Full Article
Next Story