৬ মিনিটের চার্জে চলবে ৩ ঘন্টা, মাত্র ৮৪৯ টাকায় লঞ্চ হল নতুন Earbuds
ভারতে উন্মোচিত হলো দেশীয় ব্র্যান্ড Portronics-এর নতুন Portronics Harmonics Twins S5 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড।...ভারতে উন্মোচিত হলো দেশীয় ব্র্যান্ড Portronics-এর নতুন Portronics Harmonics Twins S5 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। সাশ্রয়ী মূল্যে আসলেও ইয়ারফোনটিতে রয়েছে শক্তিশালী ড্রাইভার, ব্লুটুথ ৫.২কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং লো ল্যাটেন্সি গেমিং মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Portronics Harmonics Twins S5 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Portronics Harmonics Twins S5- এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Portronics Harmonics Twins S5 ইয়ারফোনের মূল্য নির্ধারিত হয়েছে ৮৪৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন ১২ মাসের ওয়্যারেন্টি। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অন্যান্য অনলাইন ও অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি।
Portronics Harmonics Twins S5- এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Portronics Harmonics Twins S5 ইয়ারবাড সিলিকন ইয়ারটিপ সহ ইন ইয়ার ডিজাইনে এসেছে। এতে ব্যবহৃত হয়েছে ৮.৫ এমএম ডায়নামিক ড্রাইভার, যা শক্তিশালী বেস এবং মনোরম সাউন্ড কোয়ালিটি অফার করার প্রতিশ্রুতি দেয়। তাছাড়া এর চার্জিং কেসে রয়েছে এলইডি ডিসপ্লে, যাতে ব্যাটারি লেভেল দেখা যাবে।
অন্যদিকে, ইয়ারফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হলো ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এবং লো ল্যাটেন্সি গেমিং মোড, মোনো মোড সাপোর্ট এবং টাচ কন্ট্রোল।
এবার আসা যাক Portronics Harmonics Twins S5 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড ৪ ঘন্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ইয়ারবাডটি ১৫ ঘণ্টা পর্যন্ত অডিও প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ৬ মিনিট চার্জে ইয়ারফোনটি ৯০ মিনিট পর্যন্ত ব্যবহারযোগ্য। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য হেয়ারেবলটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।