Portronics মাত্র 799 টাকায় লঞ্চ করল নতুন ইয়ারফোন, ফুল চার্জে চলবে 30 ঘন্টা
ভারতে লঞ্চ হল Portronics সংস্থার নতুন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যার নাম Portronics Harmonics Z2। নতুন এই...ভারতে লঞ্চ হল Portronics সংস্থার নতুন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যার নাম Portronics Harmonics Z2। নতুন এই ইয়ারফোনটিতে নয়েজ ফ্রি কলিংয়ের জন্য অটো ইএনসি ফিচার সাপোর্ট করবে। তাছাড়া এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে এবং ১০ মিনিট চার্জে তিন ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Portronics Harmonics Z2 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Portronics Harmonics Z2 ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে পোরট্রনিক্স হার্মনিকস জেড ২ ইয়ারফোনের অফার মূল্য ধার্য করা হয়েছে ৭৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং দেশের অন্যান্য অনলাইন ও অফলাইন স্টোরে স্কাই ব্লু, ব্ল্যাক, রেড, ইয়েলো এবং ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।
Portronics Harmonics Z2 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত পোরট্রনিক্স হার্মনিকস জেড ২ ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, নরম টেন্সিল সিলিকনের তৈরি এই ইয়ারফোনটি ডুয়েল কালার লুকের সাথে এসেছে। তাছাড়া এর কাস্টম ফিট এবং স্কিন ফ্রেন্ড ইয়ারটিপ ব্যবহারকারীকে স্বাচ্ছন্দে প্রদান করবে। শুধু তাই নয়, এর ইয়ারবাডগুলিতে রয়েছে ম্যাগনেট। ফলে ঘাড় থেকে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং অব্যবহৃত অবস্থায় একটি তারের সঙ্গে আরেকটি তার জড়িয়ে যাবে না।
আগেই বলা হয়েছে নয়া ইয়ারফোনে ইএনসি ফিচার সাপোর্ট করবে। ফলে এটি বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়িয়ে নয়েজ ফ্রি কল এবং বিনোদন প্রদান করতে সক্ষম। তাছাড়া ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১২ এমএম ড্রাইভার। এর প্রত্যেকটি ইয়ারবাড গভীর বেসের সাথে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করতে পারবে।
অন্যদিকে, নিকটবর্তী ডিভাইসের সঙ্গে দ্রুত সংযোগের জন্য হার্মনিকস জেড ২ ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ভি৫.২ চিপ। তাছাড়া ইয়ারফোনটিতে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সেই সঙ্গে স্মার্টফোনের মাধ্যমে এর মিউজিক ট্র্যাক পরিবর্তন, ভলিউম নিয়ন্ত্রণ করা সম্ভব।
সংস্থার মতে একবার চার্জে Portronics Harmonics Z2 ইয়ারফোন ৩০ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করবে। এর জন্য অডিও ডিভাইসটিতে দেওয়া হয়েছে ২৫০ এমএএইচ ব্যাটারি। ইয়ারফোনটি ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে ৩ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে।