Realme Buds Air 3S ইয়ারফোন ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

রিয়েলমি আজ Realme C33 স্মার্টফোন এবং Realme Watch 3 Pro স্মার্টওয়াচের সাথে ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Realme…

রিয়েলমি আজ Realme C33 স্মার্টফোন এবং Realme Watch 3 Pro স্মার্টওয়াচের সাথে ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Realme Buds Air 3S। এআই নয়েজ ক্যান্সলেশনের জন্য এতে রয়েছে চারটি মাইক। তাছাড়া ইয়ারফোনটি ডলবি অ্যাটমস সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। তদুপরি দ্রুত সংযোগের জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩ এবং একবার চার্জে ইয়ারফোনটির ব্যাটারি ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Realme Buds Air 3S ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Realme Buds Air 3S ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে রিয়েলমি বাডস এয়ার ৩এস ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন এবং রিয়েলমি স্টোরে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বেস ব্ল্যাক এবং বেস হোয়াইট কালার অপশনে এটি কিনতে পাওয়া যাবে।

Realme Buds Air 3S ইয়ারফোনের দাম স্পেসিফিকেশন

নবাগত রিয়েলমি বাডস এয়ার ৩এস ইয়ারফোনটি সিলিকন ইয়ার উইং টিপস ডিজাইনের সাথে এসেছে। ফলে কানে শক্তভাবে আটকে থাকবে। তাছাড়া এর চার্জিং কেসটি মিউজিক বক্সের মত দেখতে ও তাতে রয়েছে স্বচ্ছ ঢাকনা।

অন্যদিকে, মনোরম সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১১ এমএম ট্রিপল টাইটেনিয়াম বেস ড্রাইভার। সেইসঙ্গে থাকছে এআই ইএনসিই নয়েজ রিডাকশন টেকনোলজি সহ চারটি মাইক্রোফোন। তদুপরি নয়া ইয়ারফোন ডলবি অ্যাটমস সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। শুধু তাই নয়, এই অডিও ডিভাইসটিতে চারটি ভিন্ন সাউন্ড মোড উপলব্ধ। এগুলি হল বেস বুস্ট, ক্লিয়ার বেস, ন্যাচারাল ব্যালেন্স এবং ক্লিয়ার ভোকালস।

এবার আসা যাক Realme Buds Air 3S ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি কেস সমেত ৩০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। আবার মাত্র ১০ মিনিট চার্জে এটি পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। উপরন্তু ইয়ারফোনটির অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ৬৯ এমএস লো ল্যাটেন্সি মোড , গুগল ফাস্ট পেয়ার, ফুল টাচ কন্ট্রোল ইত্যাদি। সর্বোপরি ইয়ারফোনটিতে রিয়েলমি লিংক অ্যাপ সাপোর্ট করবে এবং এটি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য IPX5 রেটিংসহ এসেছে।