দীর্ঘ ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল Realme Buds N1 ইয়ারবাড, পাবেন 360° অডিও এফেক্ট
Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোনের সাথে আজ ভারতে লঞ্চ হল Realme Buds N1 ইয়ারবাডস। সংস্থার তরফে দাবি করা হয়েছে এই...Realme Narzo 70 Turbo 5G স্মার্টফোনের সাথে আজ ভারতে লঞ্চ হল Realme Buds N1 ইয়ারবাডস। সংস্থার তরফে দাবি করা হয়েছে এই ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন 40 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আবার Realme Buds N1 ইয়ারবাডে 12.4মিমি ডায়নামিক বেস ড্রাইভার ও ট্রিপল মাইক সিস্টেম উপস্থিত। এছাড়া এতে আছে 46 ডিবি পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে।
Realme Buds N1 ইয়ারবাডের দাম ও সেলের তারিখ
ভারতে রিয়েলমি বাডস এন1 ইয়ারবাডের দাম রাখা হয়েছে 2,499 টাকা। তবে লঞ্চ অফারে এটি 1,999 টাকায় পাওয়া যাবে। আগামী 13 সেপ্টেম্বর থেকে অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে এটি কেনা যাবে। রিয়েলমি বাডস এন1 ইয়ারবাড এনার্জাইজিং গ্রিন শেডে পাওয়া যাবে।
আরও পড়ুন : iQOO Z9 Turbo+ মিড রেঞ্জে বাজার কাঁপাতে আসছে, 6000mAh ব্যাটারি সহ থাকবে OIS ক্যামেরা
Realme Buds N1 ইয়ারবাডের ফিচার
Realme Buds N1 ইয়ারবাডে দেওয়া হয়েছে 12.4মিমি ডায়নামিক বেস ড্রাইভার এবং এতে ট্রিপল মাইক সিস্টেম উপস্থিত। আর এতে 46 ডেসিবল পর্যন্ত হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন এবং এআই চালিত কল নয়েজ রিডাকশন ফিচার সাপোর্ট করবে। আবার এই ইয়ারবাড 45 এমএস আল্ট্রা-লো ল্যাটেন্সি মোড সহ এসেছে।
রিয়েলমির এই ইয়ারবাডে ব্লুটুথ 5.4 এবং ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করবে। সংস্থার দাবি, এটি 360 ডিগ্রি স্পেসিয়াল অডিও এফেক্ট দেবে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এতে আইপি55 রেটিং রয়েছে।
আরও পড়ুন : iPhone 16-কে টেক্কা দিতে পরের মাসেই আসছে Vivo X200 সিরিজ, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
সংস্থার দাবি, নয়েজ ক্যান্সেলেশন ফিচার বন্ধ থাকলে Realme Buds N1 ইয়ারবাড চার্জিং কেসের মাধ্যমে মোট 40 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে। আর নয়েজ ক্যান্সেলেশন ফিচার চালু থাকলে 26 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আর এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র 10 মিনিট চার্জে এটি পাঁচ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে।