নতুন ইয়ারফোন খোঁজ করছেন? Redmi Buds 4 Active একদম সস্তায় আপনার জন্য হাজির
ভারতে এল Xiaomi ব্র্যান্ডের নতুন ট্রুলি স্টেরিও ইয়ারবাড, যার নাম Redmi Buds 4 Active। এটি Xiaomi Pad 6 ট্যাবলেটের...ভারতে এল Xiaomi ব্র্যান্ডের নতুন ট্রুলি স্টেরিও ইয়ারবাড, যার নাম Redmi Buds 4 Active। এটি Xiaomi Pad 6 ট্যাবলেটের পাশাপাশি একই সাথে ভারতে লঞ্চ হয়েছে। নতুন এই ইয়ারবাডে রয়েছে সিলিকন ইয়ারটিপ ও স্টেম সহ ইন-ইয়ার ডিজাইন। তাছাড়া এই ইয়ারফোনে নয়েজ আইসোলেশন ফিচার সাপোর্ট করবে। আবার সংস্থার মতে, ইয়ারফোনটি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Redmi Buds 4 Active ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Redmi Buds 4 Active-এর দাম ও লভ্যতা
ভারতে রেডমি বাডস ৪ অ্যাক্টিভ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১,৩৯৯ টাকা, তবে কিছুদিন এটি ১,১৯৯ টাকায় পাওয়া যাবে। আবার এই ইয়ারফোনের পাবেন দুটি কালার অপশন। ব্ল্যাক এবং হোয়াইট।
Redmi Buds 4 Active-এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি বাডস ৪ অ্যাক্টিভ ইয়ারফোনটি সেমি ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর এটিকে দেখতে অনেকটা অ্যাপল এয়ারপডস প্রো -এর মত। নয়া এই ইয়ারফোনে থাকছে সিলিকনের ইয়ারটিপের সাথে লম্বা স্টেম। ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে ইয়ারফোনটিকে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবেন।
অন্যদিকে, Redmi Buds 4 Active-এ ব্যবহৃত হয়েছে ১২ এমএম ডাইনামিক ড্রাইভার। অডিও প্রোডাক্টটিতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করবে। শুধু তাই নয়, ডিভাইসটিতে লো ল্যাটেন্সি গেমিং মোড উপলব্ধ। তদুপরি নতুন অডিও ডিভাইসটি গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট সহ এসেছে। আবার এতে থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।
এবার আসা যাক Redmi Buds 4 Active ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর চার্জিং কেসে ব্যবহৃত হয়েছে ৪৪০ এমএএইচ ব্যাটারি। আবার এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে ৪৩ এমএএইচ ব্যাটারি। সংস্থার মতে, ১০ মিনিট চার্জে ইয়ারফোনটি ৯০ মিনিট পর্যন্ত প্লেটাইম অফার করতে সক্ষম। এখানে জানিয়ে রাখি, এর প্রত্যেকটি ইয়ারবাডের ওজন ৩.৬ গ্রাম এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটির ওজন ৪১.২ গ্রাম। সর্বোপরি ঘাম ও জলের ছিটে থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।