নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাথে এন্ট্রি নিল Redmi Buds 5, দাম কত দেখে নিন
টেক জায়েন্ট Redmi চীনে আজ নতুন ইয়ারবাড Redmi Buds 5 লঞ্চ করল। এতে ১২.৪ এমএম ড্রাইভার উপস্থিত। পাশাপাশি এতে রয়েছে ৪৬...টেক জায়েন্ট Redmi চীনে আজ নতুন ইয়ারবাড Redmi Buds 5 লঞ্চ করল। এতে ১২.৪ এমএম ড্রাইভার উপস্থিত। পাশাপাশি এতে রয়েছে ৪৬ ডেসিবেল নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং ৪০ ঘন্টার দীর্ঘ প্লেটাইম। চলুন দেখে নেওয়া যাক নতুন Redmi Buds 5 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Redmi Buds 5 -এর দাম ও লভ্যতা
Redmi Buds 5 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১৯৯ ইউয়ান (প্রায় ২,৩০০ টাকা)। আবার ইয়ারফোনটির এএপিই এডিশনের দাম পড়বে ২৯৯ ইউয়ান (প্রায় ৩,৫০০ টাকা)। ক্রেতারা ইয়ারফোনটি টারো পার্পল, ক্লিয়ার স্নো হোয়াইট এবং মিডনাইট ডার্ক, এই তিনটি কালার অপশনে কিনতে পারবেন।
Redmi Buds 5 -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Redmi Buds 5 ইয়ারফোনটি এর্গোনমিক ইন ইয়ার ডিজাইনে এসেছে। এতে দেওয়া হয়েছে ১২.৪ এমএম ড্রাইভার এবং ইয়ারফোনটি ৪৬ ডেসিবল নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। যার ফলে ডিভাইসটি ৯৯.৫% ব্যাকগ্রাউন্ড নয়েজ এড়াতে সক্ষম। শুধু তাই নয়, এতে তিনটি নয়েজ রিডাকশন মোডের সাথে তিনটি ট্রান্সপারেন্সি মোড উপলব্ধ।
অন্যদিকে, ইয়ারফোনটিতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। আবার ব্যবহারকারী শাওমি ইয়ারবাডস অ্যাপের মাধ্যমে হেয়ারেবলটির সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। এবার আসা যাক ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৪০ ঘণ্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম অফার করতে পারবে। তবে সেক্ষেত্রে নয়েজ রিডাকশন ফিচার বন্ধ রাখতে হবে। আবার নয়েজ রিডাকশন ফিচার চালু থাকলে এটি ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। তদুপরি Redmi Buds 5 ইয়ারফোনে রয়েছে ডুয়াল মাইক্রোফোন, ডুয়াল ডিভাইস স্মার্ট কানেকশন সাপোর্ট এবং টাচ কন্ট্রোল।