সিনেম্যাটিক সাউন্ড এক্সপেরিয়েন্স সহ Sony-র ইউনিক ডিজাইনের নেকব্যান্ড স্পিকার ভারতে লঞ্চ হল
ভারতে লঞ্চ হল Sony BRAVIA Theatre U নেকব্যান্ড স্পিকার। এর ডিজাইন প্রথাগত নেকব্যান্ড স্পিকার থেকে সম্পূর্ণ আলাদা।...ভারতে লঞ্চ হল Sony BRAVIA Theatre U নেকব্যান্ড স্পিকার। এর ডিজাইন প্রথাগত নেকব্যান্ড স্পিকার থেকে সম্পূর্ণ আলাদা। সংস্থার তরফে বলা হয়েছে, এটি সিনেম্যাটিক সাউন্ড অভিজ্ঞতা দেবে। পাশাপাশি নেকব্যান্ড স্পিকারটি ১২ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। আসুন ভারতে Sony BRAVIA Theatre U এর দাম ও এর ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Sony BRAVIA Theatre U এর দাম
ভারতে Sony BRAVIA Theatre U নেকব্যাঙ্ক স্পিকারের দাম রাখা হয়েছে ২৪,৯৯০ টাকা। আজ থেকে সনি সেন্টার, অনুমোদিত ডিলার, অ্যামাজন এবং ফ্লিপকার্ট বিভিন্ন ইলেকট্রনিক স্টোরের মাধ্যমে এটি কেনা যাবে।
Sony BRAVIA Theatre U নেকব্যান্ড স্পিকারের ফিচার
Sony BRAVIA Theatre U নেকব্যান্ড স্পিকারে আছে ডলবি অ্যাটমস সাউন্ড। আবার এর ৩৬০ স্পেসিয়াল সাউন্ড, সিনেমা দেখার সময় দুর্দান্ত সাউন্ড অভিজ্ঞতা দেবে। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এটি ১২ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। আর নেকব্যান্ড স্পিকারটি কুইক চার্জ ফিচারের সাথে আসায় ১০ মিনিটের চার্জে এক ঘন্টা চলবে।
এদিকে Sony BRAVIA Theatre U নেকব্যান্ড স্পিকারে আছে এআই নয়েজ রিডাকশন এবং প্রিসিশন ভয়েস পিকআপ প্রযুক্তি, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে স্পিকারের আওয়াজকে আলাদা করে স্পষ্ট কল কোয়ালিটি দেয়।
আর একে একসঙ্গে দুটি ডিভাইসের সাথে যুক্ত করা সম্ভব, কারণ এতে আছে মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি সাপোর্ট। এদিকে এই নেকব্যান্ড স্পিকার আইপিএক্স৪ রেটিং সহ এসেছে, যারফলে এটি জল-প্রতিরোধী। সনির তরফে বলা হয়েছে, তাদের এই প্রোডাক্টে এবং এর প্যাকেজিংয়ে প্রায় ৩৫% পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।