ভারতে বিক্রি শুরু হল Sony Inzone Buds গেমিং ইয়ারফোনের, কত দাম দেখে নিন
Sony Inzone H5 গেমিং হেডসেটের পর সংস্থাটি ভারতে লঞ্চ করেছে ট্রুলি ওয়্যারলেস গেমিং ইয়ারবাডস Sony Inzone Buds। এটা চলতি...Sony Inzone H5 গেমিং হেডসেটের পর সংস্থাটি ভারতে লঞ্চ করেছে ট্রুলি ওয়্যারলেস গেমিং ইয়ারবাডস Sony Inzone Buds। এটা চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতে এসেছে এবং আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। অ্যামাজন, ফ্লিপকার্ট ও সনি রিটেল স্টোর থেকে Sony Inzone Buds কেনা যাবে।
Sony Inzone Buds এর দাম ও উপলব্ধতা
সনি ইনজোন বাডস এর দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা। এর আগে আসা সনি ইনজোন এইচ৫ এর মূল্য ধার্য করা হয়েছিল ১৫,৯৯০ টাকা। নতুন ইয়ারবাডটি সাদা ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
Sony Inzone Buds এর ফিচার
সনি ইনজোন বাডস ইয়ারবাডস গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও লো ল্যাটেন্সি মোড উপস্থিত। এই ইয়ারবাডে ৮.৪মিমি অডিও ড্রাইভার ও ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে। আবার এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার ও ৩৬০ স্পেসিয়াল সাউন্ড এর সুবিধা মিলবে।
Sony Inzone Buds এর প্রতিটি বাডের ওজন ৬.৫ গ্রাম। আর এই ইয়ারবাড এএনসি ফিচার চালু থাকলে ১১ ঘন্টা, বন্ধ থাকলে ১২ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। আবার এটি ৫ মিনিটের চার্জে ১ ঘন্টা চলবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। নতুন ইয়ারবাডটি আইপি৫৪ রেটিং প্রাপ্ত।