25 ঘন্টা চলবে Sony LinkBuds ব্লুটুথ স্পিকার, গ্লোবাল মার্কেটের পর এবার আরও একটি বাজারে লঞ্চ হল

Sony LinkBuds Bluetooth Speaker এর দাম রাখা হয়েছে 1299 ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় 15,100 টাকার সমান।

Julai Mondal 6 Dec 2024 12:20 AM IST

চলতি বছরের শুরুতে গ্লোবাল মার্কেটে LinkBuds ব্লুটুথ স্পিকার লঞ্চ করেছিল Sony। এই স্পিকারটি এখন চীনেও এসেছে। স্পিকারটি খুব কমপ্যাক্ট সাইজে এসেছে, তাই একে নিয়ে সহজেই ট্রাভেল করা যায়। Sony বলছে, 10 মিনিটের চার্জে এই ব্লুটুথ স্পিকার 70 মিনিট গান শুনতে দেবে। 50 শতাংশ ভলিউমে একটানা 25 ঘণ্টা গান শুনতে দেবে নতুন স্পিকারটি। আসুন এর দাম এবং ফিচার জেনে নেওয়া যাক।

Sony LinkBuds ব্লুটুথ স্পিকারের ফিচার ও স্পেসিফিকেশন

সনি লিংকবাডস ব্লুটুথ স্পিকারের চীনা ভ্যারিয়েন্টে বিশেষভাবে চীনা মিউজিকে দিয়েছে সংস্থাটি। তারা বলেছে যে এটি 50% ভলিউমে 25 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। অর্থাৎ ফুল চার্জে এটি দীর্ঘক্ষণ গান শুনতে দেবে। শুধু তাই নয়, এই স্পিকারে কুইক চার্জিংও সাপোর্ট করবে, যা মাত্র 10 মিনিট চার্জে 70 মিনিট প্লেটাইম দেবে।

এতে রয়েছে ডুয়েল স্পিকার সিস্টেম। এতে 10W পাওয়ার আউটপুট সহ 16 মিমি উচ্চ-ফ্রিকোয়েন্সি ড্রাইভার এবং 12W পাওয়ার আউটপুট সহ 48x56 মিমি মিড-লো ফ্রিকোয়েন্সি ড্রাইভার রয়েছে। এছাড়া আছে দুটি প্যাসিভ রেডিয়েটার, যা বেস রেসপন্স ও ওভারঅল সাউন্ড কোয়ালিটি বাড়ায়। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ব্লুটুথ 5.2, এটি একই সাথে দুটি ডিভাইসের সাথে সংযোগ স্থাপনের অনুমতি দেয়। এটিতে অটো সুইচ কার্যকারিতা রয়েছে।

Sony LinkBuds ব্লুটুথ স্পিকারের দাম

সনি লিংকবাডস ব্লুটুথ স্পিকারের দাম রাখা হয়েছে 1299 ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় 15,100 টাকার সমান। ভারতে এটি কবে আসবে তা এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story