Sony ভারতে লঞ্চ করল তাদের সবচেয়ে শক্তিশালী পার্টি স্পিকার, ফুল চার্জে চলবে একদিনের বেশি

ভারতীয় বাজারে পা রাখল জনপ্রিয় Sony -র নতুন ওয়্যারলেস স্পিকার, যার নাম Sony SRS-XV900। এটি সনি ব্র্যান্ডের এক্স সিরিজের...
techgup 6 Dec 2022 6:16 PM IST

ভারতীয় বাজারে পা রাখল জনপ্রিয় Sony -র নতুন ওয়্যারলেস স্পিকার, যার নাম Sony SRS-XV900। এটি সনি ব্র্যান্ডের এক্স সিরিজের ওয়্যারলেস স্পিকারে মধ্যে সবচেয়ে শক্তিশালী স্পিকার বলে দাবি করেছে সংস্থাটি। প্রিমিয়াম রেঞ্জের নতুন এই অডিও ডিভাইসটিতে রয়েছে একাধিক উন্নততর ফিচার। চলুন দেখে নেওয়া যাক নতুন Sony SRS-XV900 স্পিকারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony SRS-XV900 স্পিকারের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony SRS-XV900 স্পিকারটির দাম ধার্য করা হয়েছে ৭৯, ৯০০ টাকা। সংস্থার নিজস্ব রিটেল স্টোর ছাড়াও জনপ্রিয় ই-কমার্স সাইট এবং ইলেকট্রনিক্স স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে নতুন স্পিকারটি।

Sony SRS-XV900 স্পিকারের স্পেসিফিকেশন ও ফিচার

Sony SRS-XV900 স্পিকারটি সিলিন্ড্রিক্যাল শেপের সাথে এসেছে। এর পরিমাপ ৪১০X ৮৮০X ৪৩৯ এমএম এবং ওজন ২৬.৬কেজি। তাছাড়া স্পিকারটিতে রয়েছে একটি ইন-বিল্ড হ্যান্ডেল এবং চাকা। তাই যে কোনো জায়গায় স্পিকারটিকে নিয়ে যাওয়া সম্ভব। শুধু তাই নয়, এর ওপরে থাকছে টাচ বাটন, যার মাধ্যমে মিউজিক প্লেব্যাক এবং লাইট সেটিং নিয়ন্ত্রণ করা যাবে। উপরন্তু নতুন এই অডিও ডিভাইসে অ্যাম্বিয়েন্ট লাইট উপলব্ধ।

এবার আলোচনা করা যাক স্পিকারটির অডিও প্রসঙ্গে। প্রথমেই বলতে হবে এটি ৪ ওয়ে বেস রিফ্লেক্ট স্পিকার। এর সামনে, পেছনে এবং চারধার জুড়ে মোট ৬টি টুইটার বর্তমান। যেগুলি পার্টি সাউন্ড সরবরাহ করবে। তাছাড়া এতে গভীর ও পাঞ্চি বেস প্রদান করার জন্য রয়েছে এক্স ব্যালেন্স স্পীকার ইউনিট এবং জেড বেস বুস্টার। সাথে থাকছে আয়তক্ষেত্রাকার একটি ডায়াফ্রাম। তাই যে কোনো কোন থেকে স্পিকারটি স্বচ্ছ সাউন্ড উৎপন্ন করতে পারবে।

অন্যদিকে, স্পিকারটি টিভি সাউন্ড বুস্টার হিসেবেও ব্যবহার করা যাবে। যার ফলে এটি ব্যবহারকারীকে লাইফ পারফরম্যান্স ভিডিওর মত যেকোন ভিডিও-র উন্নত শব্দ উপভোগ করতে দেবে। শুধু তাই নয়, ব্যবহারকারী এই ডিভাইসটিতে একটি মাইক্রোফোন লাগিয়ে কারাওকে পারফরম্যান্স করতে পারবেন। সেই সঙ্গে স্পিকারটিতে রয়েছে একটি গিটার ইনপুট। তদুপরি নতুন স্পিকারের কানেক্টিভিটি অপশনে সামিল হয়েছে স্টেরিও মিনি জ্যাক, ইউএসবি এ পোর্ট, অপটিক্যাল ডিজিটাল ইনপুট এবং ব্লুটুথ ফাস্ট ফেয়ার।

এদিকে, সংস্থার মতে একবার চার্জে Sony SRS-XV900 স্পিকার ২৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র দশ মিনিট চার্জে এটি তিন ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। তাছাড়া স্পিকারটিতে থাকছে একটি ব্যাটারি কেয়ার মোড, যার মাধ্যমে ওভার চার্জিং আটকানো সম্ভব। উপরন্তু ব্যবহারকারী তার স্মার্টফোনের ব্যাটারি কমে গেলে স্পিকারের মাধ্যমে সেটি চার্জ দিতে পারবেন। আবার স্পিকারটিতে বেস কন্ট্রোল এবং ডিজে কন্ট্রোল ফিচার উপলব্ধ।

Show Full Article
Next Story